জনগণের অর্থে পরিচালিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চলমান ৮ টি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে আরোও দুটি প্রতিষ্ঠান যুক্ত হতে যাচ্ছে । নতুন দুটি প্রতিষ্ঠানের একটি চমাশিহা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বৃদ্ধানিবাস অপরটি চমাশিহা সায়মা ওয়াজেদ অটিজম ইনস্টিটিউট এন্ড হোম নামকরণে প্রতিষ্ঠান দুটি রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডে নির্মিত হবে।
প্রতিষ্ঠান দুটি গড়ার মূল উদ্যোক্তা রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
শুক্রবার ৪ ফেব্রুয়ারি -২২ ইংরেজি প্রতিষ্ঠান দুটি নির্মাণে স্থান পরিদর্শন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ ।
প্রতিষ্ঠানদুটি জমির দাতা সদস্যরা হলেন বিশিষ্ট ইউএই প্রবাসী ব্যবসায়ী খোরশেদ জামান, মোঃ কামাল উদ্দিন ও রফিক চৌধুরী গং।

স্থান পরিদর্শন কালে মা ও শিশু হাসপাতালে জেনারেল সেক্রেটারী মোঃ রেজাউল করিম আজাদ বলেন, চমাশিহা বহুমুখী সেবা প্রতিষ্ঠান গড়ে ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছে। সবার সহযোগিতা পেলেই চমাশিহা নতুন নতুন প্রকল্প সৃষ্টির মাধ্যমে আত্মমানবতার সেবায় ভবিষ্যতে আরোও বিশেষ অবদান রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, প্রতিষ্ঠান দুটির জমির দাতা সদস্য খোরশেদ জামান ও মোঃ কামাল উদ্দিন। প্রফেসর ডাক্তার মাহমুদ এ চৌধুরী আরজু,ডাক্তার কামাল হোসেন জুয়েল, স্থপতি আসিক ইমরান ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সহবেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সংবাদটির পাঠক সংখ্যা : ৯৮