শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চমাশিহার পরিচালনা পর্ষদ রাউজানে অটিজম ও বৃদ্ধাশ্রমের স্থান পরিদর্শন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

জনগণের অর্থে পরিচালিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চলমান ৮ টি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে আরোও দুটি প্রতিষ্ঠান যুক্ত হতে যাচ্ছে । নতুন দুটি প্রতিষ্ঠানের একটি চমাশিহা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বৃদ্ধানিবাস অপরটি চমাশিহা সায়মা ওয়াজেদ অটিজম ইনস্টিটিউট এন্ড হোম নামকরণে প্রতিষ্ঠান দুটি রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডে নির্মিত হবে।

প্রতিষ্ঠান দুটি গড়ার মূল উদ্যোক্তা রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
শুক্রবার ৪ ফেব্রুয়ারি -২২ ইংরেজি প্রতিষ্ঠান দুটি নির্মাণে স্থান পরিদর্শন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ ।
প্রতিষ্ঠানদুটি জমির দাতা সদস্যরা হলেন বিশিষ্ট ইউএই প্রবাসী ব্যবসায়ী খোরশেদ জামান, মোঃ কামাল উদ্দিন ও রফিক চৌধুরী গং।
এবিএম ফজলে করিম চৌধুরী এমপি চমাশিহার পরিচালনা পর্ষদকে ভূমি পরিদর্শনে জন্য ধন্যবাদ জানান এসময় তিনি বলেন রাউজানকে মনের রঙে সাজিয়ে তোলাই আমার স্বপ্ন।ইতিমধ্যে প্রায় সব স্বপ্ন একে একে আমি বাস্তবায়ন করেছি। বাকি আছে একটি মেডিকেল কলেজ গড়ার কাজ।
 
স্থান পরিদর্শন কালে মা ও শিশু হাসপাতালে জেনারেল সেক্রেটারী মোঃ রেজাউল করিম আজাদ বলেন, চমাশিহা বহুমুখী সেবা প্রতিষ্ঠান গড়ে ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছে।  সবার সহযোগিতা পেলেই চমাশিহা নতুন নতুন প্রকল্প সৃষ্টির মাধ্যমে আত্মমানবতার সেবায় ভবিষ্যতে আরোও বিশেষ অবদান রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 
 
চমাশিহা পরিদর্শক দলে উপস্থিত ছিলেন হাসপাতালে পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার এম এ তাহের খাঁন, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, আব্দুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরি ও ডাক্তার পারভেজ ইকবাল শরীফ। জয়েন্ট সেক্রেটারি ডা: কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোঃ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুবউদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মুহাম্মদ সগীর, নির্বাহী সদস্য প্রফেসর ডাক্তার কামরুন্নেসা রুনা, আলমগীর পারভেজ, ডাক্তার ফজল করিম বাবুল, মোহাম্মদ হারুন ইউসুফ, খাঁয়েজ আহমেদ ভূঁইয়া, সৈয়দ ছগির আহমদ,হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার নুরুল হক ,উপ-পরিচালক মোশারফ হোসেন ও ডাক্তার আশরাফুল করিম। 
 
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, প্রতিষ্ঠান দুটির জমির দাতা সদস্য খোরশেদ জামান ও মোঃ কামাল উদ্দিন। প্রফেসর ডাক্তার মাহমুদ এ চৌধুরী আরজু,ডাক্তার কামাল হোসেন জুয়েল, স্থপতি আসিক ইমরান ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সহবেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
শেয়ার করুন