চট্টগ্রাম (১৬) বাঁশখালী পৌরসভার সদ্য নব-নির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলর শপথ নিয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে রোববার (৬ ফেব্রুয়ারি২২) বেলা সাড়ে ১১টায় নব নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন সহ ১২ জন কাউন্সিলরদের কে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দীন ।
নব-নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মধ্যে যারা শপথ গ্রহণ করেন তারা হলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, রুজিনা আক্তার ও ছাদেকা নুর খানম বিউটি কাউন্সিলর ও পুরুষ কাউন্সিলর ১নং ওয়ার্ডে আনসুর আলী, ২নং ওয়ার্ডে কাঞ্চন কুমার বড়ুয়া, ৩নং ওয়ার্ডে জমশেদ আলম, ৪নং ওয়ার্ডে আরিফ মাইনুদ্দিন, ৫নং ওয়ার্ডে মো. ইসহাক, ৬নং ওয়ার্ডে মোঃআক্তার হোসেন, ৭নং ওয়ার্ডে আবদুল গফুর, ৮নং ওয়ার্ডে প্রণব কুমার দাশ ও ৯নং ওয়ার্ডে বদিউল আলম ।
শপথবাক্য পাঠ করার পরে বক্তব্য রাখেন নব-নির্বাচিত পৌর মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন ও কাউন্সিলরগণ।
অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৬ জানুয়ারি পঞ্চম ধাপে বাঁশখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।