বজ্রধ্বনির চেয়ে কঠিন ধ্বনি
আল্লাহু আকবর স্লোগান
ভয়ে কাঁপে মুশরিক নাফরমান
নাস্তানাবুদ কামান মেশিনগান।
রামের অনুসারি শ্রদ্ধায় রাখি
তোমার ধর্মের মান
মুসলিম কেনো সহ্য হয়না
উগ্র হিংস্র বেইমান?
আল্লাহু আকবর ধ্বনিতে
বিশ্ব করেছি জয়
দুঃসাহসী বীরঙ্গানা তুমি
কাটিয়ে দিয়েছো ভীরুদের ভয়।
আল্লাহু আকবর আল্লাহু আকবর
বুলন্দ করি দৃপ্ত কণ্ঠে আওয়াজ
এসো মুসলিম নারায়ে তাকবীর ধ্বনিতে
করি রণাঙ্গনের কুচকাওয়াজ।
সংবাদটির পাঠক সংখ্যা : ১২৩












