শোধিতে পারিনে ঋণ
ভাবনায় ফুরিয়ে গেল দিন।
আলসামিতে কাটলো সকাল
দুপুরে এলো বিষন্ন মহাকাল।
থেমে নেই পৃথিবীর ঘুর্ণি
অনন্ত লোকের অদৃশ্য ডাক শুনি।
আঁধারে ছেয়ে গেলো পৃথিবী
হয়তো কোনদিন উঠবেনা আর রবি৷
রইলাম আমি আমার মত
কত তারা হলো কক্ষচ্যূত।
অঙ্কুর থেকে হলো বিশাল বট
সময়ের ব্যবধানে হাতী হারালো দাপট।
দিবস রাতির আলো আঁধারি খেলা
অদ্ভুত আমি আসা যাওয়ায় একলা।
তোমার পৃথিবীতে ক্ষণিকে আমি ঋণী
বড্ড বোকা আমি পরের জন্য জমি কিনি।
সময়ের ব্যবধানে নিষ্ঠুর পৃথিবী
নিঃশ্বাসের ব্যবধানে তৈলচিত্র ছবি।
সংবাদটির পাঠক সংখ্যা : ২১০