মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীর ওসি কামাল উদ্দিনের হ্যাটট্রিক

চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পরপর তিনবার অপরাধ রোধ ও আইনশৃংলা দমনে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন ।
এ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সেবাগ্রহীতা আর শুভাকাঙ্খীদের মধ্য হতে ধন্যবাদ আর কৃতজ্ঞতায় সিক্ত হয়েছেন মোঃ কামাল উদ্দিন। বিভিন্ন বিশ্লেষকের মন্তব্য ছিল অনেকটা নিউটনের তৃতীয় সূত্রের মত।
অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ভালো কাজ করলে মৃত্যুর আগে ও পরে পর্যন্ত মানুষ স্মরণ রাখে।
ভবিষ্যতেও তাঁর হাত ধরে বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষ গুলো আরো বহুগুণে ভালো সেবা পাবে এমনটা প্রত্যাশা সুশীল সমাজের।
মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাতেও ভুল করেনি তাঁর ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে যেভাবে লিখলেন তিনি “কাজের স্বীকৃতি সবসময় আনন্দের।
পরপর তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি,পাশাপাশি আমার প্রিয় সহকর্মী ও প্রিয় বাঁশখালী বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
 গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার সম্মাননা স্মারক ওসি মো.কামাল উদ্দিনের হাতে তুলে দেন চট্টগ্রাম পুলিশ সুপার এস.এম রশিদুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হেড়কোয়াটার সুজন চন্দ্র সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আফরুজুল হক টুটুল সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসি সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন গত ১৩ অক্টোবর বাঁশখালী থানায় যোগদান করেন।এর আগে তিনি নভেম্বর,ডিসেম্বর এবং সর্বশেষ জানুয়ারিতে জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়। সাগর ও পাহাড় বেষ্টিত বাঁশখালী থানার অপরাধ রোধ, চিহ্নিত অপরাধী গ্রেপ্তার, ইয়াবা ও অস্ত্র উদ্ধার কার্যক্রম বিবেচনা করে এ পুরস্কার প্রদান করা হয় বলে তিনি জানান।

এছাড়া নিয়মিত স্থানীয়ভাবে নানা ধরনের সামাজিক সমস্যা সমাধান, গন্ডামারায় অবস্থিত দেশের ১,৩২০ মেগাওয়ার্ট এসএস পাওয়ার প্ল্যান্টে কর্মরত চীনা প্রবাসীদের নিরাপত্তা রোধ থেকে শুরু করে অপরাধ প্রবণতা রোধে কাজ করে যাওয়াতে তিনি চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হন বলে জানা যায়। এ ব্যাপারে ওসি মো. কামাল উদ্দিন বলেন, “অপরাধ রোধ করা আমাদের কাজ। সাধারণ জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, অপরাধীরা যাতে কোনো অপরাধ করতে না পারে সেই জন্য আমি কাজ করে যাব।”তবে একসাথে তিন মাস জেলায় শ্রেষ্টত্ব থাকা গৌরবের বিয়ষ বলে তিনি উল্লেখ করেন ।
শেয়ার করুন