শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আমরা মুছে ফেলি ইতিহাস”কবি জসিম উদ্দিন মনছুরী

 

আমরা মুছে ফেলি ইতিহাস
বঙ্গোপসাগরের তীরে
এখানে ভয়াল রাতি বারোমাস
চৈতালি হাওয়ায় মুছে ফেলি অশ্রু নীরে।
জেলেদের উল্লাস মাছের উৎসবে
কৃষকের বারোমাসি ফসল
লাল সূর্যে ফলে লবণ চাষ
সাগরের আশীর্বাদ তার লোনা জল।
খাটখালির নৌবন্দরে
সাম্পানীরা স্বপ্ন নিয়ে থামে
জলকদর খালে জগদীশের আশীর্বাদ
পাহাড়ের অশ্রু হয়ে নামে।
চাষীরা আজ নিঃশ্ব
নেই আর আলেকদিয়ার মাঠ
বিশ্ব আজি নতুন দৃশ্য দেখে
শিল্প বিপ্লবের আগ্রাসি হাট।
আমরা চেয়ে রই নির্বাক
প্রাণহীন পুতুলের মত নাচি
আমরা মুছে ফেলি ইতিহাস
সোনামনিরা খেলেনা আর কানামছি।
সাগরের ভালোবাসায়
উত্তাল ঢ়েউয়ে বসতি গড়ি
শত ঝড় তুফানে ঘূর্ণি হাওয়ায়
বীরের মত আপন সত্ত্বায় লড়ি।

আরও পড়ুন  "আমি" ডা: এ কে এম আশরাফুল করিম
শেয়ার করুন