মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি নেই দীর্ঘ তিন সপ্তাহ ধরে চড়া দাম। বৃষ্টির কারণে দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি-ই। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন সাধারণ ক্রেতা সহ নিম্নর আয়ের মানুষেরা।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৮ জুন) নগরের কর্ণফুলী কাঁচাবাজার ও সল্টগোলা ক্রসিং ঈশান মেস্ত্রী হাট ঘুরে দেখা যায়, প্রতিকেজি বেগুন ৭০ থেকে ৭৫ টাকা, করলা ৬৫ টাকা, পটল ৫৫ টাকা, লাউ ৫৫ থেকে ৬০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, কচুর লতি ৬৫ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা ও পেপে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম। তাই দাম বেড়ে গেছে।
এদিকে সবজির মত মাছের বাজারও চড়া। প্রতিকেজি রুই ও কাতল মাছ ৩৫০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা, পাবদা ৫৫০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, শিং মাছ ৫০০ থেকে ৫৫০ টাকা, ইলিশ মাছ এক হাজার থেকে ১২শ টাকা ও মলা মাছ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৩০ টাকা, লাল লেয়ার মুরগি ২৪০ টাকা ও সোনালি মুরগি ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি গরুর মাংস ৬০০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে।
বেসরকারি চাকরিজীবী মো. শাহীন সিটিনিউজ২৪ কে বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে সবজির বাজারে দাম বাড়তি। যত বেশি বৃষ্টি হয়, সবজির দামও সে হারে বাড়তে থাকে। পাশাপাশি মাছের দামও বেড়েছে। জিনিসপত্রের দাম বাড়লেও আমাদের মত সাধারণ মানুষদের তো আর আয় বাড়েনি। সরকারের এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে ।