বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুফ‌তি আব্দুস সামাদের জানাজায় চেয়ারম্যান লেয়াকত আলী এ‌কি ব‌ল্লেন?

প্রবীণ আ‌লেম মরহুম মুফ‌তি আবদুস সামাদ সিকদা‌রের জানাজায় হাজার মানু‌ষের ঢল। সর্বজন প্রিয় বি‌শিষ্ট আ‌লে‌মেদ্বীন মুফ‌তি আবদুস সামাদ সিকদার ৮০ বছর বয়‌সে ই‌ন্তেকাল কর‌লেও সদা হা‌স্যোজ্জল একজন সমাজ বি‌র্নিমান ব্য‌ক্তি ছি‌লেন। স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলীর প্রিয় শিক্ষক মরহুম আবদুস সামাদ সিকদা‌রের জানাযায় অংশগ্রহন ক‌রে ব‌লেন বাঁশখালী বি‌ভিন্ন এলাকা থে‌কে অ‌নেক আ‌লেম ওলামা‌য়েকারাম সহ সর্বসাধরণ মানুষকে শরীয়‌তের ক‌টিন ক‌টিন মাসালার ফয়সালা দি‌তেন  সমা‌জের ন্যায় বিচার ক্ষে‌ত্রেও অন্যন্য ভূ‌মিকা ছিল চোঁ‌খে পড়ার ম‌তো। প্র‌বিণ এই আ‌লে‌মের মৃত্যু‌তে এলাকাবাসী হারা‌লো একজন মেধাবী শরীয়ত‌রে আ‌লেম। তার শোক সন্তুপ্ত প‌রিবা‌রের প্র‌তি সমাজের বি‌ভিন্ন মহ‌ল সম‌বেদনা জ্ঞাপন ক‌রেন।

শেয়ার করুন