শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

মীর আহমেদ কন্ট্রাক্টর স্মৃতি দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের-২২ উদ্বোধন 

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্ল্যাকবেরি ভয়েজের উদ্যোগে দ্বিতীয়বারের মতো মরহুম মীর আহমেদ কন্ট্রাক্টর স্মৃতি দিবারাত্রির শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২২ শনিবার ৫ মার্চ রাত ৯ টায় নগরীর বাংলাবাজার রিভারসাইড ব্ল্যাকবেরি মাঠে শুভ উদ্বোধন হয়।
অত্যন্ত চমৎকার পরিবেশনায় আয়োজিত খেলাটি উদ্বোধন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোঃ মোরশেদ হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ নওশেদ সরোয়ার পিল্টু।
আমন্ত্রিত মুখ্য প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের যুগ্মসাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক পর্ষদের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আমির আহমেদ মুন্সি, মোঃ আব্দুল হক, মোহাম্মদ আবদুল শুক্কুর ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের আগ্রাবাদ শাখার সাধারণ সম্পাদক আব্দুল মামুন জামশেদ প্রমুখ।
প্রধান অতিথি শেখ নওশেদ সরোয়ার পিলটু বলেন যুবসমাজ খেলা ধুলায় মনোনিবেশ থাকলেই সমাজ থেকে মাদক সন্ত্রাস ও মোবাইলের অপব্যবহার দূর করা সম্ভব। বর্তমানে খেলার মাঠ নেই বললেই চলে এমতাবস্থায় ব্ল্যাকবেরি ভয়েজের আয়োজকরা যেকোনো মূল্যে ধরে বাংলাবাজার রিভারসাইড ব্ল্যাকবেরি মাঠ ধরে রেখে নিয়মিত অনুশীলনের মাধ্যমে একটি ক্রিকেট একাডেমি করার আহ্বান জানান ।
সৈয়দ মোঃ মোরশেদ হোসেন উদ্বোধনী বক্তব্যে মরহুম মীর আহমেদ কন্ট্রাক্টর স্মৃতি দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের-২২ আয়োজকদের ধন্যবাদ জানান সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য। নিয়মিত খেলা অনুশীলনের মাধ্যমে যদি একজন দক্ষ খেলোয়াড় তৈরি হয় তবেই ব্ল্যাকবেরি ভয়েজের আয়োজন সার্থক হবে।
ব্ল্যাকবেরি ভয়েজে নামক ক্লাবের সকল নেতৃবৃন্দদেরকে ভূয়সী প্রশংসা করে আমন্ত্রিত মুখ্য প্রধান আলোচক ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরী বলেন, শারীরিক ও মানসিক উভয় অবস্থা ঠিক রাখতে খেলাধুলা আর শারীরিক ব্যায়ামের বিকল্প নেই। এতদঞ্চলের বেশ কয়েকটি টিমের সমন্বয়ে মরহুম মীর আহমেদ কন্ট্রাকটর স্মৃতি ধরে রাখতে দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের-২২ আয়োজন নিঃসন্দেহে একটি ভালো কাজ। যুবসমাজ দেশের প্রাণ তাই তাঁদেরকে অন্যায় ব্যবিচার আর মাদকের আগ্রাসন থেকে দূরে সরিয়ে রাখতে এটা অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করবে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মরহুম মেয়ের আহমদ কন্ট্রাক্টরের সুযোগ্য পুত্র মোঃ হাসান মুরাদ ও মোহাম্মদ এরশাদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মুহাম্মদ এরশাদ, ওয়াসিম, রিপন, জোনায়েদ, জিয়াউল হক আশু ইমরান , মুন্না, মিসকাত, মিনহাজ, সৈইকত, মান্না ও ব্ল্যাক বেরি বয়েজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ সদস্যবৃন্দ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মরহুম মীর আহমেদ কন্ট্রাক্টর সুযোগ্য পুত্র মোহাম্মদ এরশাদ। তার বাবার স্মৃতি ধরে রাখার নিমিত্তে ক্লাবের সদস্যরা এ ধরনের খেলা আয়োজন করাতে তার পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
 
খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষনে মনোরঞ্জনে পুরো খেলাটির ধারাভাষ্য ছিলেন মোঃ সাঈদ মুরাদ ।
উদ্বোধনী খেলায় মাঠের আশপাশ এলাকায় শত শত ক্রিকেট প্রেমি ব্যাপক দর্শকের সমাগম ছিল চোখে পড়ার মতো।
শেয়ার করুন