শিক্ষা সম্প্রীতির এক ব্যতিক্রম মিলেবন্ধন ঘটেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রাক্তন পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করা ছাত্র ছাত্রীরা তাঁদের অনুজ অন্যান্য ভাইবোনদের পোস্ট গ্রাজুয়েশনে উৎসাহ ও স্বাস্থ্যসেবায় মূল্যবান পরামর্শ উপদেশ প্রদানের লক্ষ্যে ২১ মার্চ-২২ ইংরেজি সোমবার বিকেল ৩টায় নগরীর আগ্রাবাদ আমব্রশিয়া রেস্টুরেন্টে ক্যারিয়ার অরেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
কলেজের দশম ব্যাচের ছাত্র মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের লেকচারার উজায়ের আসিফ রোহাজের সঞ্চালনায় পোস্ট গ্রাজুয়েশন করার সময় নিজেদের অর্জিত অভিজ্ঞতা আর বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন প্রথম ব্যাচের ছাত্রী মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মিথিলা দে তিন্নি ,কনসালট্যান্ট আই সি ইউ সাইফুদ্দিন আজাদ,দ্বিতীয় ব্যাচের ছাত্র ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক কিশর মহাজন,ডায়াবেটিস এন্ড এন্ডোক্রাইনোলজি বিভাগের রেজিস্ট্রার ইমরান উর রশিদ,সাইকিয়াট্রি বিভাগের রেজিস্ট্রার সাফি রাইসুল মাহমুদ, হিস্টোপ্যাথলজি এমডি রোমানা মাহমুদ নিশু,তৃতীয় ব্যাচের ছাত্র কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক চিন্ময় বৈদ্য,এ্যানাটমী বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম সোহেল প্রমুখ।
মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বোর্ডের ভাইস চেয়ারম্যান ও হাসপাতালের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন , ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী ও ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির মেম্বার সেক্রেটারি ও হাসপাতালের পরিচালনা পর্ষদের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম আজাদ এ ধরনের একটি ব্যতিক্রম ধর্মী সুন্দর অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন। মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন করা সহ এ মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট সকলকে অতীতের মতো ভবিষ্যতেও সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় জয়েন্ট ট্রেজারার এস এম কুতুবউদ্দিন, কার্যনির্বাহী সদস্য খায়েজ আহমদ ভূঁইয়া, ডাক্তার ফজল করিম বাবুল, পরিচালক প্রশাসন ডাক্তার মোঃ নুরুল হক , উপ পরিচালক প্রশাসন মোঃ মোশারফ হোসেন, উপপরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম সহ প্রাক্তন ছাত্র- ছাত্রী ও কর্মরত ইন্টার্ন চিকিৎসকগন উপস্থিত ছিলেন।