শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার সংবর্ধনা অনুষ্ঠান

 

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার কৃতি ছাত্র মোহাম্মদ মনির উদ্দিন ৫০ তম স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলার অ্যাথলেটিক্স /ক্রীড়া ক্যাটাগরিতে অংশগ্রহণ করার মাধ্যমে উপজেলা থেকে জাতীয় পর্যায়ে তিনটি ইভেন্টে বিশেষ কৃতিত্ব অর্জন করে মাদ্রাসা সহ পুরো কক্সবাজারবাসীর সুনাম বয়ে এনেছেন।

বিশেষ করে উচ্চ লাফ, দীর্ঘ লাফ,১০০/২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান। চট্টগ্রাম উপ-অঞ্চলে উচ্চ লাফ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান , অঞ্চল পর্যায়ে উচ্চ লাফে প্রথম স্থান ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান ও র‌্যালি দৌড় (দলীয়) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অর্জন করার পাশাপাশি জাতীয় পর্যায়ে যথাক্রমে উচ্চ লাফ ও ২শ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান ও র‌্যালি দৌড় (দলীয়) প্রতিযোগিতায় কৃতিত্বের সহিত তৃতীয় স্থান অধিকার করেন।

তাঁর এমন অর্জনে পুরো কক্সবাজারবাসী আনন্দে উদ্বেলিত তাই তার কৃতিত্বকে ধরে রাখার জন্য চৌকস মেধাবী সম্পন্ন ক্রীড়া শিক্ষক মোহাম্মদ কাইসার ও তাঁর ছাত্র মোহাম্মদ মনির উদ্দিনকে এ্যালামনাই এসোসিয়েশন অব আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

গত ১৮ মার্চ -২২ তারিখ নগরীর চট্টগ্রাম চকবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লেমশীখালী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডভোকেট মোঃ ইমতিয়াজ আজাদ এর সঞ্চালনায় আব্বাস উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এসোসিয়েশন এর আহ্বায়ক সদস্য ব্যাংকার মুহাম্মদ ইয়াছিন মান্নান।

প্রধান অতিথি ছিলেন সাবেক ফারুকিয়ান ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ডঃ শাহ মোঃ সানাউল্লাহ করিম।
বিশেষ অতিথি ছিলেন আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সুপার বর্তমান সলিমা-সিরাজ ডিগ্রী মাদ্রাসা প্রিন্সিপাল এম হামেদ হাছন, সাবেক ফারুকিয়ান ও মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজ মোহাম্মদ জাকারিয়া, সাবেক ফারুকিয়ান গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও তরুণ সংগঠক জাহিদুর রহমান।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ তারেক আজিজ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিজ, জাহিদ হৃদয়, হারেছ, গিয়াস উদ্দিন ,নাবিল, জিয়াউল , আইয়ুব, সালাউদ্দিন, মোরশেদ, তারেক ,হোসাইন, মনির ও কামরুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন মাদক থেকে যুবসমাজকে বিরত রাখতে খেলাধুলার চর্চার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশের মাধ্যমে নিজেদেরকে একজন যোগ্য মেধাবী খেলোয়াড় হিসেবে তৈরি করে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ্যালামাইন অ্যাসোসিয়েশন অব আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার সংগঠনের পক্ষ থেকে ছাত্রদের যেকোনো ভালো ক্রীড়া শৈলী উদ্যোগ গ্রহণ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে কৃতি ছাত্র মোঃ মনির উদ্দিন ও ক্রীড়া শিক্ষক মোহাম্মদ কাইসারকে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন