আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া। মানুষকে কিছু দিতে পারলে আমার বেশি আনন্দ লাগে মহান আল্লাহপাক আমাকে দিয়েছেন। জীবনে যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করেই যাব।
নগরীর সিইপিজেডস্থ মেসার্স তাহমিনা এন্টারপ্রাইজের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ আলম তাজুর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সেহেরী ও ঈদ উপহার সামগ্রী উদ্বোধন ও বিতরণর কালে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রতি বছরের ন্যায় এবারও ৩৬,৩৭,৩৮,৩৯,৪০ ও ৪১নং ওয়ার্ডের প্রায় আড়াই হাজার মানুষের মাঝে রমজানের ইফতার সেহরি ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার (০১ এপ্রিল) বিকেল ২.৩০মিনিটে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান,সমাজসেবক ও সংগঠক আলহাজ্ব মোঃ মোরশেদ আলম চৌধুরী তাজু।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান মিসেস তাসলিমা আক্তার, পরিচালক ডাঃ মোঃ মোরশেদ খান, তাহমিনা চৌধুরী রিংকু, তাসকিন চৌধুরী রিম, আশরাফ উদ্দীন শাওন, তাসফিয়া চৌধুরী রিয়া, তাউসিফ আলম চৌধুরী আয়াত এবং প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ মহসিন সহ ৩৮নং ওয়ার্ড বন্দর ইপিজেডের বিভিন্ন সংস্থার প্রতিনিধি- নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণ সামগ্রীতে ছিল- চাউল, ডাল, তেল, লবন, চনা,চিরা-মুড়ি,সেমাই, দুধ, আলু, পেয়াঁজ এবং শাড়ী-লুঙ্গি,থান কাপড়,পায় জামার কাপড় সহ শিশুদের তৈরি পোষাক। এছাড়া বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিশেষ উপহার সামগ্রী প্রদান করেছেন।
প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মোরশেদ আলম খান বলেন আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ আলম তাজুর স্লোগান হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ততা থাকা।
দরিদ্র পীড়িত জনগোষ্ঠীর অভাব দূরীকরণের জন্য সমাজে মানবীয় গুণাবলী মানবিক মানুষ থাকা বিশেষ প্রয়োজন। এটি একটি চলমান প্রক্রিয়া প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে খুব গর্বিত অনুভব করছি। ভবিষ্যতেও জাতির যেকোনো ক্রান্তিলগ্নে এই প্রতিষ্ঠান আত্ম মানবতায় সেবায় অসহায় মানুষের পাশেই থাকবে।
শুক্রবার দুপুর থেকে রাত্র ৮টা পর্যন্ত ৩৮নং ওয়ার্ডস্থ ওয়াসিল চৌধুরী পাড়া প্রতিষ্ঠানের চেয়ারম্যানের নিজস্ব বাসভনের বিতরণ কর্মসূচি অত্যন্ত সু-শৃংখলভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংবাদটির পাঠক সংখ্যা : ১৬২