রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরীতে ৩৮ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ (ভিডিওসহ)

 

ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক দায় বদ্ধতা থেকে মানবিক যুবলীগ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। পবিত্র মাহে রমজানের প্রতিবেশীদের খোঁজ খবর রাখার মাধ্যমে যত বেশি বেশি সাহায্য সহযোগিতার হাত বাড়ানো যায় ততই মঙ্গল।

 

নগরীর ৩৮ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে মেসার্স এন এইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ এরশাদ আলমের সার্বিক ব্যবস্থাপনায় গত ১ এপ্রিল- ২২ শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় সাড়ে ৩শ মানুষকে ইফতার সামগ্রী বিতরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে নগর যুবলীগের আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বাচ্চু উপরোক্ত কথাগুলো বলেন।

নগর যুবলীগের সদস্য ও ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আব্দুল আজিমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এমএ হান্নান রুবেলর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ জহির উদ্দিন, যুবলীগ নেতা সফি আলম বাদশা, উৎস অঞ্চলের নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মিজানুর রহমান মিন্টু ও যুবলীগ নেতা মোহাম্মদ এরশাদ আলম।

মোহাম্মদ আব্দুল আজিম বলেন মানবিক যুবলীগ গঠন করতে হলে সমাজে মানবিক মানুষের প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সমগ্র বাংলাদেশের মানবিক যুবলীগ আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। জাতির যেকোনো ক্রান্তিলগ্নে মানবিক যুবলীগ অতীতেই মত ভবিষ্যতেও পাশে থাকবে।

 

বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য সনদ বড়ুয়া,৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা শাহাবুদ্দিন,মোহাম্মদ জসিম আমিন, নগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদ আলী, অ্যাডভোকেট রবি সাঈদ, মোঃ রুবেল ,মোহাম্মদ সাইফুল করিম, কায়সার মোহাম্মদ রাজু, ৩৮ নম্বর বি ইউনিট আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান, এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর নূর, মোঃ আব্দুল মান্নান, ইয়াসিন নিজামী বাপ্পা, মোঃ রাজু আহমেদ, মোহাম্মদ জাহিদ,মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সাফায়েত ,মোঃ দেলোয়ার হোসেন টিটু, হোসেন শরীফ, আতিকুর রহমান জিতু সহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  চমাশিহায় "স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের" খাবার ও মাক্স বিতরণ

 

শেয়ার করুন