রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লালখান বাজারে মোটরসাইকেল আরোহী দম্পতি ট্রাকের চাকায় পিষ্ঠে প্রাণ গেল(ভিডিওসহ)

নগরীর কোতোয়ালী থানার লালখান বাজার ফ্লাইওভারের মুখে নামতেই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি মর্মান্তিক ভাবে  নিহত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের সুলতান চৌধুরী বাড়ি প্রকাশ আতা উদ্দিন চৌধুরী বাড়ির

মৃত হারুন রশিদ চৌধুরীর ছেলে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী(অবঃ) আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন চৌধুরীর ছোট ভাই ইঞ্জিনিয়ার মো. ইকবাল উদ্দীন চৌধুরীও তাঁর স্ত্রী মোস্তফা-হাকিম স্কুলের সিনিয়র শিক্ষিকা সখিনা ফাতেমা। ঘটনাস্থল এই দম্পতি মৃত্যুবরণ করেন। পুলিশ তাঁদেরকে উদ্ধার করে চমেকে আনলে কর্তব্যরত চিকিৎসক লাশ মর্গে প্রেরণ করে।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির । তিনি বলেন, ফ্লাইওভারে নামার মুখে কনস্ট্রাকশনের ট্রাকের সাথে মোটরসাইকেলের পাশাপাশি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন।

এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দুইজন স্বামী ও স্ত্রী। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে নবাগত পুলিশ সুপার এস এম শফিউল্লাহর পরিচিতি ও মতবিনিময় সভা
শেয়ার করুন