শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

আজীম শরীফ রওশন আরা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রদান

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরহুম আলহাজ্ব আজীম শরীফের ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  তাঁর নিস বাসভবনে গত ২০ এপ্রিল ২২ ইংরেজি বুধবার দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
 এ উপলক্ষ্যে মরহুম আজিম শরীফ রওশনারা ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন সুংগঠনের মাঝে অনুদান,গৃহসামগ্রী এবং ইফতার সামগ্রী প্রদান করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোছাদ্দেক আহমেদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারী আলহাজ্ব রেজাউল করিম আজাদ
বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,কতোয়ালী থানা আওয়ামীলীগ নেতা এডভোকেট মোঃ মহিবুল্লাহ,ফাউন্ডেশনের পরিচালক ও মা ও শিশু হাসপাতালে ভাইস প্রেসিডেন্ট ডাঃ পারভেজ ইকবাল শরীফ, এডভোকেট সাজ্জাদ শরীফ, মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শাহেদুল কবির চৌধুরী, নবীন মেলার সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ ও কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি এসএম জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কান্স্যার ইনষ্টিটিউটের জন্য ২ লক্ষ টাকা,কিডনী রোগী কল্যান সমিতি এবং নবীন মেলা ফ্রি ক্লিনিকের জন্য অনুদানের চেক হস্তানতর করার পাশাপাশি গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী এবং দরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি আজম নাছির উদ্দিন বলেন আজিম শরীফ ও রওশন আরা ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা থেকে নিঃস্বার্থে যেসব কর্মকাণ্ড পরিচালনা করছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। তিনি আরো বলেন একমাত্র ভালো কর্মফল ছাড়া মৃত্যুর পর সঙ্গে কিছুই যাবে না। যাকাত ধনীদের উপর গরিবের হক এটা কোন দয়া-দাক্ষিণ্যে নয় তাই ইসলামিক শরীয়ত মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় যাকাত প্রদান করার জন্যয বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোঃ মোরশেদ হোসেন বলেন মরহুম আজীম শরিফ একজন গুণী ব্যক্তি ছিলেন।তার জীবদ্দশায় বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান সাথে যুক্ত থাকার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও লিপ্ত ছিলেন। তাঁর রেখে যাওয়া সন্তানরাও পিতা পদাংক অনুসরণ করে অতীতের ন্যায় এবারও মা ও শিশু হাসপাতালে নবনির্মিত ক্যান্সার হাসপাতালের বিনির্মাণের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
হাসপাতালের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ আজিম শরীফ রওশনারা ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে বলেন অতীতের ন্যায় এবারও ফাউন্ডেশনটি বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার পাশাপাশিমা ও শিশু হাসপাতালে দুই লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন এ জন্য তাদেরকে ধন্যবাদ জানান। জনগণের অর্থে পরিচালিত মা ও শিশু হাসপাতালে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক বিশ্ব মানের ক্যান্সার ইনস্টিটিউট। সমাজের বিত্তবান সহ সর্বমহল ক্যান্সার হাসপাতাল বিনির্মাণে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসলে একটি বিশ্বমানের আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউট উপহার দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ার করুন