শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আবুল মাল আবদুল মুহিত আর নেই

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর বর্ষীয়ান সদস্য আবুল মাল আবদুল মুহিত ৩০.৪.২২ ইংরেজি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১২:৫৬  ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার সকাল সাড়ে দশটায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা সকাল ১১.৩০ সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ২ টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে এরপর দাফনের জন্য মরদেহ নেওয়া হবে সিলেটে।
মুহিত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা ১০ বছর বাজেট উপস্থাপন করেছেন জাতীয় সংসদে। এ সময়ে বড় হয়েছে বাজেটের আকার। ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম আবুল মাল আবদুল মুহিতের। পরিবারের তৃতীয় সন্তান তিনি। আবুল মাল আবদুল মুহিতের দাদা খান বাহাদুর আবদুর রহিম ব্রিটিশ ভারতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। বাবা আবু আহমদ আবদুল হাফিজ ছিলেন আইনজীবী। মা সৈয়দা শাহার বানু চৌধুরী প্রাতিষ্ঠানিক পড়াশোনা না করলেও সমাজ ও রাজনীতিসচেতন ছিলেন।
আবদুল মুহিত ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করেন। পরের বছর একই বিষয়ে অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি। ছাত্রজীবনে সলিমুল্লাহ হল ছাত্র সংসদে ছিলেন। ১৯৫৬ সালে তিনি যোগ দেন সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছেন মুহিত। পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের চিত্র তুলে ধরে ষাটের দশকের শুরুর দিকে ২৫ পৃষ্ঠার একটি প্রবন্ধ লিখেছিলেন তিনি।
আবুল মাল আব্দুল মুহিত একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক ছিলেন।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার এম এ তাহের খান,ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ডঃ লায়ন মোঃ সানাউল্লাহ সহ মা ও শিশু হাসপাতালে পরিবারবর্গ।
এছাড়া অন্যান্যদের শোক জ্ঞাপন করেন আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল আলী আকবর, চট্টগ্রাম মহানগরের ৩৯ নং ওয়ার্ড কমিশনার হাজী জিয়াউল হক সুমন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, ৩৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মহানগর যুবলীগের সদস্য আবদুল আজিম, মহানগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সাবেক সম্পাদক জাকের আহমেদ খোকন ও বাংলাদেশ আওয়ামী ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ওয়াসিম আকরাম ।
তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  CITYNEWS24.tv প্রকাশক সাংবাদিক মোঃ মহিউদ্দিন সহ CITYNEWS24.tv কর্মরত বিভিন্ন কলাকুশলীবৃন্দ ।
আরও পড়ুন  সাংবাদিক মহিউদ্দিনের অসুস্থ পিতার পাশে "চমাশিহা" র পরিচালনা পর্ষদ
শেয়ার করুন