শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমনের ঈদুল ফিতরের শুভেচ্ছা 

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

গত দুই বছর আমাদের ঈদগুলো এসেছে করোনার বৈশ্বিক মহামারির মন খারাপ করা মেঘের ছায়ায়। আমরা অনেকেই ঘরে নামাজ পড়তে বাধ্য হয়েছি। কারও বাড়িতে ছিল স্বজন হারানোর শোক। অনেকের ঘরেই ছিল কোভিড-রোগী নিয়ে উদ্বেগাকুল পরিস্থিতি। আমাদের বহু দোকানপাট ও ব্যবসা ঈদকেন্দ্রিক, সেসবের বিকিকিনিতে ছিল মন্দা। বহু মানুষের রুটিরুজির উপায়গুলো ছিল বন্ধ। একাধিকবার গণপরিবহনই বন্ধ করে দিতে হয়েছিল। ২০২২ এর ঈদের চাঁদ উঠবে করোনার মেঘমুক্ত আকাশে; আমরা এবার রোজা আর ঈদ পালন করছি অনেকটাই বুকভরে শ্বাস নিয়ে। জানি, স্বজন হারানোর বেদনা উৎসবের দিনগুলোতেই করুণতর হয়ে বাজে। আমরা নিশ্চয়ই স্মরণ করব তাঁদের, যাঁদের হারিয়েছি বিগত সময়ে।
মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে বান্দা যে মহান প্রভুর দরবারে রোজা, তারাবিহ, রহমত, মাগফিরাত, নাজাত, শবেকদরের মতো হাজার মাসের চেয়ে উত্তম রাতের প্রাপ্তি- এসব নেয়ামতের কারণে বান্দার মনে যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়, তারই বহিঃপ্রকাশ ঘটে ঈদের দিনে। তাই মুমিনের ঈদ মানে নেয়ামতপ্রাপ্তির আনন্দ, মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা।

বাংলাদেশে ঈদ যেমন ধর্মীয় উৎসব, তেমনি এটা সামাজিক ও সাংস্কৃতিক উৎসবও। এই উৎসব সর্বজনীন। উৎসব মানেই মিলন। ঈদ আমাদের মিলিত করুক। আমরা যেন সম্প্রীতির সূত্রগুলো অনুসন্ধান করি, বিভেদের দাগগুলো মুছে ফেলি। কাজী নজরুলের ভাষায়: ‘আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন, হাত মেলাও হাতে’। আমাদের আরও পরমতসহিষ্ণু হতে হবে।এই চর্চা করতে হবে সমাজজীবনের সবখানে।

এমনটা অভিমত ব্যক্ত করেন বিশিষ্ট রাজনীতিবিদ নগরীর ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন।
তিনি পৃথিবীর সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কল্যাণে দোয়া কামনা করেন । দেশের সকল শ্রেণি পেশার মানুষ ও রেমিট্যান্স যুদ্ধা প্রবাসী এবং তাঁর পৈতৃক জন্মভূমি নগরীর ৩৯ নং ওয়ার্ড
 সর্বস্তরের জনগণ রাজনৈতিক সহযোদ্ধা,  শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব সহ পুরো নগরবাসি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ।
হাজী জিয়াউল হক সুমন ইতিপূর্বে  করোনার কঠিন দুর্যোগ ক্রান্তিলগ্নে নিজের জীবন বাজি রেখে একজন নীরব সমাজকর্মী হিসেবে সমাজের দায় বদ্ধতা থেকেই আত্মমানবতার সেবায় তাঁর এলাকায় বিপুল সংখ্যক হতদরিদ্র দুস্থ অসহায় পিড়িত জনগোষ্ঠীকে সাহায্য সহযোগিতা প্রদান করেছেন।
এবারও প্রতিবছরের ন্যায় পবিত্র মাহে রমজানে
হাজার হাজার মানুষকে ইফতার সামগ্রী সহ ঈদ উপহার বিতরণ করে বেশ প্রশংসিত হয়েছেন।
শেয়ার করুন