রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘সিনেমাটি আমার অবস্থান শক্ত করবে’

অনন্যা পান্ডে ও বিজয় দেবেরকোন্ডা অভিনীত ‘লাইগার’ সিনেমাটি চলতি মাসে মুক্তির লক্ষ্যে প্রচারণায় খুবই ব্যস্ত সময় পার করছেন নির্মাতা-কলাকুশলীরা। যদিও সিনেমাটি সেন্সরে জমা থাকায় মুক্তির তারিখ পেছানো নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে এবার সেই শঙ্কা দূর হলো। আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এমন সুখবরে আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি পর্দায় আসা নিয়ে আর ধোঁয়াসা থাকছে না। শুক্রবার ভারতীয় গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন সিনেমাটির নির্মাতা পুরী জগন্নাথ। কোনো প্রকার ঝামেলা ছাড়া সিনেমাটির ছাড়পত্র পাওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী অনন্যা পান্ডে।

অনন্যা বলেন, ‘সবার মতো আমিও সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি। অবশেষে ২৫ তারিখ পর্দায় দেখা হচ্ছে। সিনেমাটির শুরু থেকেই দর্শকদের আগ্রহ রয়েছে। তারা পোস্টার, ট্রেলারে যেমন সাড়া দিয়েছেন, আশা করছি মুক্তির পরও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

 

এছাড়া সিনেমাটিতে অভিনয় নিয়ে তিনি আরও বলেন, ‘এমন একটি সিনেমাতে যুক্ত হতে পারা আমার জন্য বিশেষ ছিল। পুরো সিনেমাতে বিচরণ করব। চেষ্টা করেছি নিজের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। বাকিটা আমার দর্শকরা মূল্যায়ন করবেন। তবে এটুকু বলতে পারি, সিনেমাটি আমার অবস্হান শক্ত করবে।’

এদিকে ‘লাইগার’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অ্যাকশন হিরো হিসেবে পর্দায় আসছেন দক্ষিণী অভিনেতা বিজয়। সিনেমাটিতে একজন যোদ্ধার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে তার লুক এবং ট্রেলারে তার উপস্থিতি দারুণ প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, সিনেমাটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন। আসছে ২৫ আগস্ট সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লামসহ একাধিক ভাষায় মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা পুরী জগন্নাথ

আরও পড়ুন  এক ফ্রেমে প্রসেনজিৎ-সিয়াম-শ্রাবন্তী
শেয়ার করুন