আগেই শোনা গিয়েছিল কলকাতার সিনেমায় দেখা যাবে বাংলাদেশি অভিনেতা সিয়াম আহমেদকে। এবার তাকে পাওয়া গেলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী ও আয়ুষী তালুকদারের সঙ্গে একটি স্থিরচিত্রে।
একটি সিনেমার প্রি- প্রডাকশনের কাজের জন্য সম্প্রতি কলকাতায় গিয়েছেন সিয়াম। সেখানেই ফ্রেমবন্দি হন তিনি।
সিয়াম বললেন, ‘দারুণ কিছু মুহূর্ত কাটলো একসঙ্গে। আমি খুবই এক্সাইটেড যে বুম্বা দার (প্রসেনজিৎ) সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছি।’
সংবাদটির পাঠক সংখ্যা : ১৩