মুহাম্মদ মহিউদ্দিন ( চট্টগ্রাম) মহানগর :
বন্দর নগরী দক্ষিণ – মধ্য হালিশহর ৩৮ নং ওয়ার্ড জাতীয় শোক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম সাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ ১৪ ই আগষ্ট রবিবার বিকাল চার ঘটিকায় স্থানীয় নিশ্চিন্তাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উদযাপন পরিষদের আহবায়ক আওয়ামী লীগ নেতা এম, দিদারুল আলম দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গোলাম মোঃ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বন্দর থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক এবং ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন মেম্বার, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ কামরুল হোসেন,বন্দর থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রোটারিয়ান মোরশেদ আলম ।
উদযাপন পরিষদের যুগ্ম সচিব ও ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস, এম, বরকত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা রাখেন, উদযাপন পরিষদের সদস্য সচিব, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন বাদশাহ, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মনজুর আলম, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক, চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগের সহ সভাপতি মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোঃ ফারুক, সাবেক সিটি কলেজ ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা মোঃ নুর উদ্দিন, ৩৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্রাট আবদুল মোমিন, আওয়ামী লীগ নেতা ইকবাল আল নুরী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক ও ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব সাগির আহমেদ,
,৩৮নং ওয়ার্ড আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল মামুন,৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাজী কামরুল হুদা চৌধুরী,, মহিলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক তাহমিনা বেগম, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, গোলাম মোঃ মুন্সি, আবু তাহের, মোঃ হারুণ, ৩৮ নং ওয়ার্ড এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর নুুর, বি ইউনিট আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কমল, সি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাগর,আওয়ামী লীগ নেতা আবু জাবেদ, সি ইউনিট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ,মুজাফ্ফর আহমদ, মোঃ আলী, ৩৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য সচিব সালাউদ্দিন মামুন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টাবৃন্দ যথাক্রমে হাজী এজাহার মিঞা, হাজী শের আলী সওদাগর, ইঞ্জিনিয়ার মোঃ হোসেন।
৩৮ নং ওয়ার্ড যুবলীগের প্রচার
সম্পাদক অপু দত্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ইমরান, যুবলীগ নেতা মোঃ মাসুম, জয়নাল আবেদিন বিপ্লব, মোঃ কাইছার প্রমুখ।
এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সকল ত্যাগ, সংগ্রাম, বীরত্বপূর্ণ নেতৃত্ব, অদম্য স্পৃহা, দৃঢ় প্রত্যয়, বাঙালি জাতির প্রতি গভীর ভালোবাসা, মমত্ববোধ, রাজনৈতিক দূরদর্শিতা ও আদর্শের দ্বারা সমগ্র বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনে চূড়ান্ত আত্মত্যাগে উদ্বুদ্ধ করেছিলেন বলেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন কে হত্যা করে। ঘাতকরা এখনো সক্রিয় আছে তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানানো হয়।
সংবাদটির পাঠক সংখ্যা : ৭