রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উদযাপন

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর :
কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সোমবার সকাল ১০ টায় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল, রচনা ,চিত্রাংকন হামদ নাত, প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে কে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ড কাউন্সিল জহর লাল হাজারী।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদম মোরাক সি.ক.উ. বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংক কুমার ভূমিক।
সহকারি শিক্ষক তনিশ্রা সেন সঞ্চাচালনায় এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনোয়ারা আখতার, সহকারি শিক্ষক রওশন শরীফ তানি।
 এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জয়নাব বেগম, সদস্য মুন্না রানী দেবী, সহকারি শিক্ষক শিখা রাণী শীল, শামসুন নাহার রুবা, পিয়াংকা চৌধুরী, নাসরিন আখতার, সেচ্ছাসেবক লীগ নেতা কাজি হেলাল উদ্দিন, মো.মনি, মো. আখতারুজ্জামান সোহেল, মো. জামিল, আবু জাফর চৌধরী, এফ আর রানা প্রমুখ। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তারঁ পরিবারের  নিহতদের মাগফিরাত কামনা ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা‘র দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ সোলেইমান। পুরস্কার বিতরণ করেন কাউন্সিল জহর লাল হাজারী।
 বক্তরা বলেন, যদি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে না পারি, আমরা যত কিছু পালন করি না কেন তা জাতি গঠনে কোন কাজে আসবে না। শির্ক্ষাথীদেরকে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে এবং সে অনুযায়ী তাদের জীবন গড়ে তুলতে হবে তাহলে জাতি কাঙ্খিত লক্ষ্যে পৌছেবে।
আরও পড়ুন  শোক দিবস উপল‌ক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের খাবার বিতরণ
শেয়ার করুন