বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিতে ১ লাখ ২০ টাকা জরিমানা

মুহাম্মদ মহিউদ্দিন বাঁশখালী চট্টগ্রাম।

বাঁশখালী উপজেলা সদর সহ গ্রামে গঞ্জে হোটেল রেস্তোঁরার খাবারের গুনগত মান ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে দির্ঘদিন থেকে সচেতন মহল সোস্যাল মিডিয়ায় লেখালেখি ও প্রতিবাদ জানিয়ে আসছিল। জনস্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার সাথে সাথে দ্রুত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
 নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ৭ টি হোটেল-রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৪১ ধারা ও হোটেল রেস্তোরাঁ ২০১৪ এর ৩৪ ধারা মোতাবেক ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ১৭ আগস্ট দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত,পরিবেশন,পঁচা ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের নিমিত্ত সংরক্ষণ, নর্দমার পাশে রান্না ঘর স্থাপন,পোড়া তৈল ব্যবহার এবং লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও হোটেল-রেস্তোরা আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় উপজেলার হোটেল নিউ সাফরান কে ২৫ হাজার টাকা, হোটেল রয়েল মালঞ্চকে ২০ হাজার,ইয়েলো ক্যাফসিকেম ১৫ হাজার ,চাম্বল আদিবা ভাত ঘর এন্ড বিরানী হাউসকে ২০ হাজার টাকা,পুঁইছুড়ি হোটেল নিউ ধান সিঁড়ি কে ১৫ হাজার , বাবলা হোটেলকে ১৫ হাজার, কামাল হোটেলকে ৫ হাজার টাকা এবং চাম্বল বাজার তাসফিয়া
শেয়ার করুন