শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বিপজ্জনক ৩৫টি অ্যাপস মোবাইলে থাকলে ডিলিট করুন, বিটডিফেন্ডারের তালিকা প্রকাশ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন:

প্রযুক্তির নেট দুনিয়ায় বিভিন্ন প্রয়োজনে হোক আর ও প্রয়োজনে আমরা অনেক সময় আমাদের মোবাইলে নানা ধরনের অ্যাপ ডাউনলোড করি।

প্রত্যেকটি অ্যাপস কিন্তু মোবাইলের জন্য উপকারী নয় তবে কোন অ্যাপলিকেশন নিরাপদ কিংবা ক্ষতিকারক তা যাচাই-বাছাই ছাড়াই ডাউনলোড করলে মারাত্মক বিপদে পড়তে পারেন ব্যবহারকারী। রোমানিয়ার সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘বিটডিফেন্ডার’ গুগল প্লেস্টোরে থাকা এমনই বেশ কিছু বিপজ্জনক অ্যাপলিকেশনের একটি তালিকা প্রকাশ করেছে ।

তাতে বলা হচ্ছে, মোট ৩৫টি জনপ্রিয় অ্যানড্রয়েড অ্যাপে ম্যালওয়্যারের সন্ধান মিলেছে।

গত ডিসেম্বরে বেশ কিছু ক্ষতিকারক অ্যাপকে গুগল কর্তৃপক্ষ তাদের প্লেস্টোর থেকে মুছে ফেলেছিল। ডিজিট নিউজের প্রতিবেদনে এমনটা  উঠে এসেছে। ফ্রেব্রুয়ারিতেও তারা ২৯টি অ্যাপের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়। নতুনভাবে যে ৩৫টি অ্যাপের নাম সামনে এসেছে এগুলোর মধ্যে কয়েকটি ৫০ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছিল। বেশ কিছু অ্যাপের রেটিং ছিল ৪.৮। নিচে উল্লেখ করা কোনো অ্যাপ যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, তবে সেটিকে এখনই ডিলিট করে ফেলুন।

১) ওয়ালস লাইট

২) বিগ ইমোজি

৩) গ্রেড ওয়ালপেপার্স

৪) স্টক ওয়ালপেপার্স

৫) এফেক্টম্যানিয়া

৬) আর্ট ফিল্টার

৭) ফাস্ট ইমোজি কিবোর্ড

৮) ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ

৯) ম্যাথ সলভার

১০) ফোটোপিক্স এফেক্টস

১১) লিড থিম

১২) কিবোর্ড

১৩) স্মার্ট ওয়াইফাই

১৪) মাই জিপিএস লোকেশন

১৫) ইমেজ র‍্যাপ ক্যামেরা

১৬) আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি

১৭) ক্যাট সিমুলেটর

১৮) স্মার্ট কিউ-আর ক্রিয়েটর

১৯) কোলোরাইজ ওল্ড ফোটো

২০) জিপিএস লোকেশন ফাউন্ডার

২১) গার্লস আর্ট ওয়ালপেপার

২২) স্মার্ট কিউ-আর স্ক্যানার

২৩) জিপিএস লোকেশন ম্যাপস

২৪) ভলিউম কনট্রোল

২৫) সিক্রেট হরোস্কোপ

২৬) স্মার্ট জিপিএস লোকেশন

২৭) অ্যানিমেটেড স্টিকার মাস্টার

২৮) পারসোনালিটি চার্জিনিং শো

২৯) স্লিপ সাউন্ডস

৩০) কিউআর ক্রিয়েটর

৩১) মিডিয়া ভলিউম স্লাইডার

৩২) সিক্রেট অ্যাস্ট্রোলোজি

৩৩) কালারাইজ ফোটোস

৩৪) পাই ৪কে ওয়ালপেপার-অ্যানিমি এইচডি

৩৫) ফটোপিক্স এফেক্ট

উপরোক্ত অ্যাপগুলোর মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য স্ক্যামারদের হাতে চলে যাচ্ছে বলে জানিয়েছে ‘বিটডিফেন্ডার’।প্লেস্টোর থেকে ডাউনলোড করার সময় ওই অ্যাপগুলোতে একটি নকল আইকন দেয়া থাকে। ফলে ডাউনলোড করার সময় অস্বাভাবিক কিছু মনে হয় না। তবে ডাউনলোড করার বেশ কয়েক দিন পর থেকে সমস্যা দেখা দিতে শুরু করে।

শেয়ার করুন