আন্তর্জাতিক ডেস্ক:
আল জাজিরার খবর মাধ্যমে জানা যায় নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে ইউরোপে ফের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
পাইপ লাইন পরিচালনকারী প্রতিষ্ঠান এন্তসোগ নিশ্চিত করেছে বিষয়টি। রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় ইউরোপে মন্দা দেখা দেওয়া এবং অঞ্চলটির ধনী কিছু দেশে গ্যাসের রেশনিং ব্যবস্থা চালু হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
পাইপলাইনে মেরামত ও রক্ষণাবেক্ষ কারণ দেখিয়ে ৩১ আগস্ট থেক ৩ সেপ্টেম্বর পর্যন্ত নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস পাঠানো বন্ধ করে দেবে বলে জানান দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম।
যদিও এ সময়টায় কোনো ধরনের রক্ষণাবেক্ষণ কাজ চালানোর কথা ছিল না এমনটা মন্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের।
আর গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপে ইলেকট্রিসিটির বাজারে আরও সমস্যা দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যেই এ বাজার দুরঅবস্থার মধ্যে আছে।
সংবাদটির পাঠক সংখ্যা : ৪