নিজস্ব প্রতিবেদক।।
সোমবার (২৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করা হয় ।
ততমধ্যে ৭ জন পুলিশ সুপারকে (এসপি) বৃহত্তর চট্টগ্রামে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে সিলেট থেকে চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার পদে বদলি করা হয় মো. মাহমুদুর রহমানকে, চট্টগ্রাম নৌ পুলিশ ইউনিটের পুলিশ সুপার করা হয়েছে ঢাকার পুলিশ অধিদপ্তরে সংযুক্ত আ.ফ.ম নিজাম উদ্দিনকে, রংপুর মহানগরী পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উজ্জ্বল কুমার রায়কে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো.মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে, ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেলকে মহালছড়ির ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশাকে কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে এবং মালি মিশন হতে প্রত্যাগত মো. সাইফুজ্জামানকে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিটয়নের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম থেকে রাঙামাটির বেতবুনিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলামকে রংপুরের পুলিশ ট্রেইনিং সেন্টারে ও চট্টগ্রামের ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মু.মাহবুবুর রশীদকে লালমনিরহাটের ইন সার্ভিস ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : ৪