রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এমইএস কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১

নিজস্ব প্রতিবেক ।।

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন এমইএস কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারমারির ঘটনা ঘটেছে। এতে আব্দুল হামিদ রাফি (১৯) নামে এক ছাত্র আহত হয়েছেন। আহত ছাত্র পাহাড়তলী থানার সিডিএ মার্কেট কলোনির নুরুল ইসলামের ছেলে।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১টায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির বরাত দিয়ে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, এমইএস কলেজের ছাত্রলীগ নেতা ওয়াসিমের অনুসারি দুই গ্রুপের একটি প্রমি গ্রুপ সমর্থিত ছাত্রলীগ কর্মী, অপরটি শাহেদ অনুসারি গ্রুপের ফাহিম, শাওন, আল আমিন, বাপ্পিদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আব্দুল হামিদ রাফি আহত হয়েছেন। আহত আব্দুল হামিদ রাফিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এতে এক ছাত্র হালকা আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছে।’

আরও পড়ুন  ইপিজেড রূপসা মাল্টিপারপাস’র কথিত এমডি জাকির পুলিশের হাতে ধরা
শেয়ার করুন