শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার চট্টগ্রামে যেসব স্থানে থাকবে না বিদ্যুৎ

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর :
 বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৩১ আগস্ট নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের মোহরা, ষোলশহর, পটিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
৩১ আগস্ট ২০২২ (বুধবার)
সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ- মোহরা ও এর আওতাধীন অনন্যা-১০ নং ফিডার এর আওতায় পশ্চিম কুয়াইশ রোড।
সকাল ৭টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ- মোহরা ও এর আওতাধীন অনন্যা-১০ নং ফিডার এর আওতায় পশ্চিম কুয়াইশ, মজুরী পাড়া এলাকাসমূহ সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা: বিতরণ-বিভাগ-পটিয়া ও এর আওতাধীন শিলকবাহা ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি সিইউএফএল ফিডার।
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ- ষোলশহর ও এর আওতাধীন ৩৩/১১ কেভি অক্সিজেন উপকেন্দ্রের আওতায় ৩৩ কেভি ষোলশহর-অক্সিজেন ফিডার বন্ধ থাকবে। ৩৩/১১ কেভি অক্সিজেন উপকেন্দ্রের কে-০৩, কে-০৭, কে-০৯, কে-১০, কে-১১, কে-১২, কে-১৩ নং ফিডার এর আওতায় কেডিএস গার্মেন্টস, আমিন জুট মিলস ও আমিন টেক্সটাইল, বিবির হাট কাচা বাজার, বশর মার্কেট, মোমিনবাগ, হামজারবাগ, ফুলেশ্বরী আবাসিক, তাহেরাবাদ,আতুরার ডিপো, পিয়াজু গলি, রৌফাবাদ সমাজ সেবা হতে ফয়েজ টাওয়ার ও তৎসংলগ্ন এলাকাসমূহ, ড্রাইভার কলোনি, বায়েজীদ বোস্তামী (রা) মাজার,বায়েজীদ আ/এ, বার্মা কলােনী, আরেফিন নগর, তারা গেইট, সাউর্দান ইউনির্ভাসিটি, ওমেন ইউনির্ভাসিটি ও তৎসংলগ্ন এলাকাসমূহ, সুন্নিয়া মাদ্রাসা রোড, হামজারবাগ, সামার হিল, খ্রিস্টান করবস্থান ও পার্শ্ববর্তী এলাকাসমূহ, অক্সিজেন উপকেন্দ্র হইতে রাজা মিয়া মার্কেট, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদনগর,শান্তিনগর, শেরশাহ কলোনি, তারা গেট, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, পদ্মা প্লাস্টিক, চক্ৰশো কানন ও পার্শ্ববর্তী এলাকাসমূহ, ডিওএইচএস ও পাশ্ববর্তী এলাকাসমূহ। এর আওতাধীন ৩৩/১১ কেভি ষোলশহর উপকেন্দ্রের ষোল-০৩, ষোল-০৫ এবং ষোল-০৭ নং ফিডার এর আওতায় বায়েজীদ এলাকা, ক্লিপটন গার্মেন্টস রেনেস্কো গার্মেন্টস, এম. কে স্টীল ও পার্শ্ববর্তী এলাকাসমূহ, বিসিক বায়েজীদ শিল্প এলাকা, চা- বোর্ড, বায়েজীদ আ/এ ও পাশ্ববর্তী এলাকাসমূহ এবং গাউছিয়া আ/এ, গ্রীন ভিউ আ/এ, হামজারবাগ লেন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেট, দেলোয়ার কোম্পানীর বাড়ি, ফকির টিলা, মিৰ্দা পাড়া, মুরাদ নগর, হক ফুড গলি, জাঙ্গাল পাড়া, ভান্ডারী গলি, বড় বাড়ী গলি, এশিয়ান ফ্যান ফ্যাক্টরী ও সংলগ্ন এলাকাসমূহ।
কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।
আরও পড়ুন  সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪
শেয়ার করুন