মুহাম্মদ মহিউদ্দিন:
আবারো বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম। ১১১টি দেশের মধ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৩ বছর বয়সী তাকরিম তৃতীয় স্থান অর্জন করেন।
সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ্ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৫৩ জন হাফেজকে পরাজিত করে লাল-সবুজের পতাকার গৌরবময় ইতিহাসের আরেকটি নতুন অধ্যায় যোগ করে স্বাক্ষর রাখলেন তিনি।
২২শে সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে মক্কার পবিত্র হারাম শরীফে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়।
এ সময় তাকে এক লাখ রিয়াল পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৭ লাখ টাকা। মক্কায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সালেহ আহমাদ তাকরিম ১৫ পারা গ্রুপে অংশ নেন। এই গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে লিবিয়ার যিয়াদ মোহাম্মদ খলিল হাবিশ। দ্বিতীয় স্থান অর্জন করেছে কেনিয়ার আব্দুর রহমান মুসা আব্দুল্লাহ।
খবরটি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেন মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ্ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ্ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
সংবাদটির পাঠক সংখ্যা : ৩