রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে ৯টার মধ্যে-পলক

মুহাম্মদ মহিউদ্দিন।।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরের সব এলাকা এবং ৯টার মধ্যে চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এ ঘোষণা দেন।

দুপুর ২টা পাঁচ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের বড় একটি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

বিদ্যুৎ সরবরাহ আপডেট- আমিন বাজার গ্রিড পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। পাওয়ার গ্রিডে ট্রিপ এক সেকেন্ডে হলেও রিস্টরেশন অনেক লম্বা আর জটিল প্রসেস।’

‘সন্ধ্যার থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরের সব এলাকা এবং তারপর ৯টার মধ্যে চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা কাজ করছেন, গুজব না ছড়িয়ে একটু ধৈর্য ধরার অনুরোধ থাকলো শহর অঞ্চলের সবার প্রতি।’

আরও পড়ুন  চট্টগ্রামসহ দেশের ১৯ অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড়বৃষ্টির আভাস
শেয়ার করুন