শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

মোঃ আবুল কাশেম আর নেই

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর :

দক্ষিণ পতেঙ্গা চরবস্তি ৪১ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম বাকের আলীর প্রথম পুত্র মোহাম্মদ আবুল কাশেম আজ ভোররাত ৪.৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বিশিষ্ট সমাজসেবক ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পরিচিতি ব্যক্তিত্ব মোঃ আলমগীর হাসানের বাবা হন।।
মরহুম মোঃ আবুল কাশেমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ আলমগীর হাসান।
মরহুমের পুত্র মোঃ মারুফ বলেন আমার বাবা, দীর্ঘদিন শ্বাসকষ্ট জনিত রোগে ভোগছিলেন গতকালকেও আমাদের সবার সাথে হাসিমুখে কথা বলছিলেন রাত্রে শ্বাসকষ্ট অনুভব করলে  স্বাভাবিক প্রক্রিয়ায় নেবুলাইজার দেওয়া হয় তখন আমি আমার বাবার পাশেই ছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার বাবা আর দুনিয়াতে বেঁচে নেই।
আবুল কাশেম  মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শুভাকাঙ্কীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জীবদ্দশায় মরহুম মোহাম্মদ আবুল কাশেম মিষ্টিবাঁশি পরোপকারী লোক ছিলেন। সবার সাথে মিলেমিশে থাকার পাশাপাশি সমাজের নানাবিধ উন্নয়ন কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।
 শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর হাজী মোহাম্মদ আসলাম, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী হাসান, ৩৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আজিম ,যুবলীগ নেতা এম এ হান্নান রুবেল সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর, এক স্ত্রী, চার পুত্র তিন কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে পরপারে পাড়ি জমালেন আবুল কাশেম।
আজ-বাদে জোহর দক্ষিণ পতেঙ্গা চরবস্তী বায়তুর রহমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাঁর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শেয়ার করুন