শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা গালিগালাজে ভাইরাল সেই জগদীশ গ্রেপ্তার

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক ।।

কক্সবাজারের শহীদ মিনারে দাঁড়িয়ে আগামীতে রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দেওয়া , সাম্প্রতিক জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপাস মন্তব্যকারী নিজেকে আধ্যাত্বিক নেতা দাবী করা বাংলাদেশ মঙ্গল পার্টির চেয়ারম্যান জগদীশ বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে একটি মারধর মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন। তিনি বলেন, একটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে জগদীশ বড়ুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো। মামলায় ওয়ারেন্ট হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে আলোচনায় আসেন জগদীশ বড়ুয়া। নির্বাচনে মাত্র ৯ ভোট পেয়েছিলেন তিনি। কিন্তু কক্সবাজার পৌরসভার সাবেক ৪ বারের চেয়ারম্যান নূরুল আবছার পেয়েছেন মাত্র এক ভোট। তাই পরাজয় হলেও নূরুল আবছার থেকে এগিয়ে থাকায় আনন্দ-উচ্ছাসে ভেসে যান তিনি।
এর মধ্যে ভোটের একদিন আগে ফেসবুক লাইভে এসে ভোটারদের গালি-গালাজ করে ব্যাপক আলোচনা জন্ম দেন। এই লাইভের পর পুরোদেশে ভাইরাল হয়ে যান জগদীশ বড়ুয়া। নির্বাচনের পরদিন রাষ্ট্রপতি হওয়ার ঘোষণা দেওয়ায় কক্সবাজার নতুন করে ভাইরাল হন। জেলা শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি আগামীতে রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দেন।
শেয়ার করুন