বাঁশখালীতে জাল দলিল করে মিসকেসের শুনানীকালে মোঃ ইদ্রিস (৫৪) নামের এক ব্যক্তিকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
বুধবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
সে সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম ১ নং ওয়ার্ডের বৈলগাঁও এলাকার মিস মামলার বাদী মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ ইদ্রিস (৫৪) ।
জানা যায় , দুপুরে উপজেলা ভূমি অফিসে মিস মামলার শুনানি চলাকালে বাদী-বিবাদী উভয়ের দলিল পর্যালোচনা করে ভূয়া দলিল প্রমাণিত হওয়ায় মামলার বাদী মোঃ ইদ্রিস কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই দিনে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া ভিলেজার পাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ওই এলাকার মোঃসিরাজুল ইসলামের ছেলে নুরুল আবছার (৩৮) কে বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবে না বলে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ভূয়া দলিল নিয়ে মিসকেস এর শুনানীতে উপস্থিত হওয়ায় ইদ্রিস নামের একব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে অন্য একটি মিস মামলায় ভূয়া দলিল ব্যবহার করায় বিবাদীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।