শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

২০ জেলায় সিত্রাংয়ের তান্ডব, মৃত্যু ৯

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন।।

ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করলো ঘুর্ণিঝড় সিত্রাং। উপকূলে বৃষ্টি ঝরিয়ে শক্তি হারিয়ে সিলেট হয়ে আসাম অভিমূখী হয়েছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত রাত সাড়ে ৯টায় সিত্রাংয়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ চট্টগ্রাম ও কক্সবাজারে উঠেছে ঘণ্টায় ৭৪ কিলোমিটার পর্যন্ত। এছাড়া বরিশাল থেকে চট্টগ্রাম উপকূলের বিভিন্ন স্থানে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট উচ্চতার জোয়ার আছড়ে পড়েছে। তবে বাতাসের গতিবেগ কম থাকায় জলোচ্ছ্বাসের উচ্চতাও কম ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম জানিয়েছে ঘূর্ণিঝড়ে বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পেয়েছে তারা।

কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহকারী পরিচালক নিখিল সরকার মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বলেন, আমারা ধারণা করেছিলাম সিত্রাংয়ে ১৯টি জেলায় ক্ষয়ক্ষতি হবে। তবে আমাদের ধারনার বাইরে কুমিল্লায় অনেক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ২০টি জেলায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। ঝড়ে এসব অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ রয়েছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানান তিনি। নিহতদের মধ্যে, কুমিল্লায় তিনজন, ভোলায় দুজন, সিরাজগঞ্জে দুজন, নড়াইল ও বরগুনায় একজন রয়েছেন।

এদিকে ভোরে আবহাওয়া অফিস জানিয়েছে, সিত্রাং শক্তি হারিয়ে এখন লঘুচাপে পরিণত হয়েছে। তাই উপকূলসহ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর হুঁশিয়ারী সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে তারা।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মু. আবুল কালাম মল্লিক বলেন, ‘ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করেছে। এখন এটি স্থল নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট হয়ে ভারতের আসামের দিকে যাচ্ছে। এখন এর অবস্থান ময়মনসিংহের কাছাকাছি।’

স্থল নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এর প্রভাবে মঙ্গলবারও বৃষ্টি থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন