মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।
বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৬ আসন বাঁশখালীর সাবেক সাংসদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি citynewstv24.com নিশ্চিত করেছেন তাঁর আপন মামাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী ।
তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। গতকাল রাত ১১ টায় শারীরিক অবস্থা অবনতি হলে তাঁকে এভারকার হাসপাতালে ভর্তি করা হয়।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ১০ টায় জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম, বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে দুপুর ২টায় দ্বিতীয় এবং বিকেল ৩টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রী কলেজ মাঠে ৩য় জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জাফরুল ইসলাম চৌধুরী ১৯৫০ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বাশঁখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি ছিলেন।
জাফরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিবিদ এবং চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বিএনপি সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৮ সালে তিনি চট্টগ্রাম-১৬ আসন বাঁশখালী বিএনপি থেকে মনোনীত হয়ে পরপর চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালের জুনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হন। ২০১০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র সংসদ সদস্য ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে বিএনপি’র আন্দোলন সংগ্রামে একজন সম্মুখ শারীর ত্যাগী নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন।
জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাসেম বক্কর।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট প্রফেসর তাহের খান , ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন, আব্দুল মান্নান রানা,জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ, ট্রেজার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ সহ পরিচালনা পর্ষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।
এছাড়া অন্যান্যদের মাঝে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি লেখক ও কলামিস্ট নুরুল মোহাম্মদ কাদের, সাধারণ সম্পাদক নুরুল হক সিকদার,
গন্ডামারা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি, বাঁশখালী থানা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিএনপি নেতা রুবেল চৌধুরী সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।