সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

CMOSH ক্যান্সার হাসপাতালকে IDLC -১ কোটি টাকা অনুদান প্রদান

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম ) মহানগর।
IDLC Finance Ltd. এর পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অন্যতম প্রকল্প CMOSH ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের জন্য ১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়।
এ উপলক্ষে ২১ নভেম্বর সোমবার বেলা ১২ টায়  হাসপাতালের লেকচার গ্যালারীতে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন IDLC ফিন্যান্স লিমিটেড আগ্রাবাদ শাখার সিনিয়র ম্যানেজার
এ এন এম জাহিদ হোসেন, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী
আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, কার্যকরী পরিষদের সদস্য খায়েজ আহমেদ ভূঁইয়া,
চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক প্রমুখ।
সভায় ক্যান্সার হাসপাতালের সার্বিক কার্যক্রমের উপরে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শেফাতুজ্জাহান।
 IDLC Finance Ltd. ক্যান্সার হাসপাতাল নির্মাণের মতো একটি মহতী কাজে শরিক হওয়ার জন্য  হাসপাতালের পরিচালনা পর্ষদের সর্বস্তরের নেতৃবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।   ভবিষ্যতে IDLC Finance Ltd. হাসপাতালের উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকবেন এমনটা আশাবাদ  ব্যক্ত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
IDLC Finance Ltd.  এর পক্ষ থেকেও ভবিষ্যতে ক্যান্সার হাসপাতাল উন্নয়ন কর্মকান্ডে সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানান IDLC ফিন্যান্স লিমিটেড আগ্রাবাদ শাখা প্রধান এ এন এম জাহিদ হোসেন।
ক্যান্সার হাসপাতাল নির্মাণ খরচ হবে প্রায় ১৩০ কোটি টাকা তাই IDLC Finance Ltd.  এর মতো অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আগামী বছরের জুন মাসের মধ্যেই পূর্ণাঙ্গ ক্যান্সার রোগের চিকিৎসা প্রদান করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন হাসপাতালে পরিচালনা পর্ষদ।
সভায় IDLC Finance Ltd.  ও  হাসপাতালের সাথে এ ব্যাপারে একটি  MOU স্বাক্ষরিত হয়।
হাসপাতাল সূত্রে জানা যায় CMOSH ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট বিনির্মাণে IDLC Finance Ltd. পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের (৫ম তলা) IDLC Finance Ltd. এর নামে একটি ফ্লোর নামকরণ করা হবে।
এ সময়  উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা,জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়–য়া, ইনষ্টিটিউট অব চাইল্ড হেলথ এর পরিচালক প্রফেসর  ওয়াজির আহমেদ, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, IDLC Finance Ltd. এর ব্রাঞ্চ ম্যানেজার নিজামুল ইসলাম মজুমদার, সাবেক কর্মকর্তা আজিজুল ইসলাম বাবুল, হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও IDLC Finance Ltd. এর চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন  সিনোফার্মের তৈরি ৯১২০০ ডোজ টিকা এসেছে চট্টগ্রামে
শেয়ার করুন