মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।
না ফেরার দেশে চলে গেলেন সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ, সমাজকর্মী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহ-সাংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা তমা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তমা মিরসরাইয়ের মিঠানলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে। পরিবারে এক ভাই ও এক বোনের মধ্যে তমা ছোট।
বিষয়টি নিশ্চিত করেন তমার ভাই মাওলানা জাকারিয়া। পূর্বকোণকে তিনি বলেন, ব্রেন স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নাসরিন তমা। সেখানেই তিনি মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ইন্তেকাল করেন।
নাসরিন তমার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সংস্কৃতি অঙ্গন ও সমাজসেবীদের মাঝে।
পারিবারিক সূত্র জানায়, গত ১৬ জানুয়ারি সারাদিন রোজা রেখে ইফতার শেষে চা খাওয়ার পর হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তমা। তাকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের ডেলটা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে চমেক হাসপাতালে রেফার করেন।
নাসরিন তমার নামাজে জানাজা আজ ২৫ জানুয়ারি জোহরের নামাজের পর গ্রামের বাড়ি মিরসরাই বানাতলী গ্রামে অনুষ্ঠিত হবে।
সংবাদটির পাঠক সংখ্যা : ৫