বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির ‘নীল সমাধির স্মৃতি’র মোড়ক উন্মোচন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন ( চট্টগ্রাম) মহানগর।

কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির ‘নীল সমাধির স্মৃতি’ শিরোনামে গল্পগ্রন্থের গ্রন্থ উন্মোচন হয়েছে।শনিবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড়ের ‘বৈঠকখানা’ হলরুমে সন্ধ্যা ৬টায় গলুই প্রকাশিত গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রন্থকারের বাবা মোহাম্মদ আলী।গ্রন্থের ওপর আলোচনা করেন কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান, কবি ও অধ্যাপক কমরুদ্দিন আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক, ড. মোহাম্মদ শেখ সাদী, কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, জীবনমুখী কথাকার প্রাবন্ধিক নুরুল মোহাম্মদ কাদের,  চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কবি শুক্কুর চৌধুরী, মোহাম্মদ হোসাইন,  কথাসাহিত্যিক মাহবুবুল মাওলা রিপন, কবি ফারুক জাহাঙ্গীর, গীতিকার জাকারিয়া সিরাজ, কবি ও সম্পাদক দুর্জয় পাল, কবি পারভীন আকতার, কবি ও শিশুসাহিত্যিক কুতুবউদ্দিন বখতেয়ার, কবি জিতেন্দ্র লাল বড়–য়া, ডা. মঈন উদ্দিন, কবি আলমগীর হোসাইন, সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিন।অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তি-চৈতন্যে ব্যক্তিসত্তার দ্বিধা-সংকট, সমাজ, রাষ্ট্র-কাঠামোর বিচিত্র অভিঘাত লেখক-শিল্পীর দায়বদ্ধতাকে বহুগুণ বাড়িয়ে তোলে। লেখক-শিল্পী-দার্শনিকের ব্যক্তিক এবং সামাজিক দায় বহুমাত্রিক। এই দায়বদ্ধতা মানবমুক্তির এবং নন্দনভাবজাতও হতে পারে। তিনি যে শিল্পমাধ্যমেরই শিল্পী হোন না কেন- তাঁর মনোজগতে এই দ্বিবিধ দায়বদ্ধতা সর্বদা ক্রিয়াশীল থাকে বলেই তিনি জীবন-সমাজের সামূহিক সমস্যা-সংকট শনাক্ত করেন এবং তা থেকে উত্তরণের পথ-সন্ধান করেন। জসিম উদ্দিন মনছুরিও বাংলাদেশের ছোটগল্পের ধারায় একজন সংবেদনশীল সহজাত শিল্পরসবোধসম্পন্ন ছোটগল্পকার। এই গল্পগ্রন্থে মনছুরি সমকালীন জীবনধারা ও সমাজবাস্তবতায় তুলে এনেছেন ক্ষয়িষ্ণু মূল্যবোধ, পচনশীল ও অবনমনশীল মানবিকতার বিকার, জীবন-সংগ্রামের বহুবর্ণিল জীবন ও সমাজচিত্র। সমুদ্র-উপকূলবর্তী জনপদের লোকায়ত জীবন-সংস্কৃতি, লোকায়ত জীবন থেকে উৎসারিত লোকভাষা ব্যবহার, চরিত্র ও সংলাপ সৃষ্টির অসাধারণ নান্দনিক সক্ষমতা তাঁর গল্পগুলোকে ভিন্নমাত্রা দান করেছে।বক্তারা আরও বলেন, আর্থ-সামাজিক অবস্থান মানুষের সমাজ জীবন ও মনস্তত্ত্বকে যেভাবে প্রভাবিত করে, মানবিক মূল্যবোধ ও অধিকারকে যেভাবে বিনষ্ট করে, সেখান থেকে সেভাবেই তুলে এনেছেন জসিম উদ্দিন মনছুরি তার সৃজনশীলতার বাস্তবসম্মত ও নিরীক্ষাধর্মী বক্তব্য। এক্ষেত্রে কাহিনী ও শিল্পের আঙ্গিক তুলে আনার ক্ষেত্রে তিনি একজন সফল কথাশিল্পী। শিল্প সৃষ্টির ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতাকে তিনি উপেক্ষা বা অস্বীকার করেননি। তার প্রমাণ তার সৃষ্টি ‘নীল সমাধির স্মৃতি’ নামক গল্পগ্রন্থ।কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি বলেন, আমার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ সার্থক। কবি-সাহিত্যিক এবং সমঝদার যারা এসেছেন সবাইকে আমার কৃতজ্ঞতা। আমি বলে যা প্রকাশ করতে পারি না, তখন লিখি। নিজেকে আবিষ্কারের জন্য লিখি, সমাজ পরিবর্তনের জন্য লিখি। আমি বিশ্বাস করি চর্চা ও অনুশীলনের মধ্যদিয়ে নিজেকে আবিষ্কার করা যায়। সৃজনশীলতার চর্চা আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়।সবশেষে বাচিকশিল্পী ফুরকান মাহমুদের মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
শেয়ার করুন