বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটগাঁইয়া মেজবানও মিলন মেলা

 

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুমিল্লার উদ্যোগে ঐতিহাসিক চাটগাঁইয়া মেজবান ও মিলনমেলা কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২৭ জানুয়ারি বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি রোটারিয়ান আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান এম এ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোঃ ইসমাইল খান, কুমিল্লার জেলা প্রশাসক শামীম আলম, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম বার), কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: কে এ মান্নান, অবসরপ্রাপ্ত কর কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, কুমিল্লার ইপিজেড কাদোনা স্পোর্টস ওয়্যার লিমিটেড ডিরেক্টর মোঃ আব্দুল মাজেদ ও কুমিল্লা স্বর্ণ কুটির ডেভেলপমেন্ট লি: চেয়ারম্যান প্রদীপ চন্দ্র নন্দী।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুমিল্লার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের বার্ষিক কর্ণফুলী নামক প্রকাশনা মোড়ক উন্মোচন করার পাশাপাশি প্রায় ১০ হাজার মানুষকে ঐতিহাসিক চাটগাঁইয়া মেজবান ও মিলন মেলায় কাবার পরিবেশন করা হয়।

আরও পড়ুন  বাঁশখালীর এসএসসি "৯৫ "ব্যাচের মিলন মেলা আগামী ২৩ ডিসেম্বর
শেয়ার করুন