শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডোনার সদস্য হলেন লায়ন মো: শাহজান শরীফ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর ।।
বুধবার ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ডোনার সদস্য হলেন  Four Jewell Stevedoring Syndicate ltd পরিচালক ও citynewstv24.com ভাইস চেয়ারম্যান  বিশিষ্ট সমাজসেবক দানবীর আলহাজ্ব লায়ন মোহাম্মদ শাহজান শরীফ।তিনি ৫ লক্ষ্যে টাকা অনুদান প্রদানের মাধ্যমে ডোনার সদস্য পদ লাভ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট ও citynewstv24.com চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মুহাম্মদ সানাউল্লাহ, পরিচালক প্রশাসন ডাক্তার নুরুল হক, উপ পরিচালক মোঃ মোশারফ হোসেন, উপ পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডা: একেএম আশরাফুল করিম, উপ-পরিচালক ফিন্যান্স মোঃ মঞ্জুরুল আলম একাউন্স অফিসার আবুল মনসুর,Four Jewell Stevedoring Syndicate ltd এক্সিকিউটিভ অফিসার মোঃ জসিম উদ্দিন
ও citynewstv24.com সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ ‌।।
ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন আলহাজ্ব লায়ন মোঃ শাহজাহান শরীফ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন সমাজ হিতৈষী ব্যক্তিবর্গের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল স্বাস্থ্য সেবায় দিন দিন বিশেষ অবদান রাখছেন। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলেই আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল হতে বেশিদিন সময় লাগবে না।
লায়ন মোহাম্মদ শাহজাহান শরীফ বলেন এতদ অঞ্চলের মানুষের চিকিৎসার বাতিঘর হিসেবে পরিচিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ডোনার সদস্য হতে পেরে আমি গর্বিত। দেশের টাকা নষ্ট করে যেতে হবে না বিদেশে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বহুবিধ সেবার প্রশংসা করার পাশাপাশি হাসপাতালে যে কোন উন্নয়ন কর্মযজ্ঞে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
শেয়ার করুন