শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

শ্রীমতি অনিমা রানী শর্মার পরলোক গমন 

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন।। 

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি( বাকাসস) এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বিভাগীয় কমিটির সহ-সভপতি এবং কেসিদে ইনস্টিটিউট অফির্সাস ক্লাব, চট্টগ্রামের নির্বাহী সদস্য, রামু প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,আনোয়ার এর কর্মকর্তা স্বদেশ শর্মা এর মমতাময়ী মা শ্রীমতি অনিমা রানী শর্মা ২৫ মে ২০২৩ তারিখ সকাল ৯:০০ টায় চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। শ্রীমতি অনিমা রানী শর্মা, কক্সবাজার জেলার রামু উপজেলার মেরং লোয়ার মৃত মাস্টার ক্ষীরোদ চন্দ্র শর্মার স্ত্রী। মৃতুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ  অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ বিকাল ৫:০০ ঘটিকায় কক্সবাজার জেলার রাম উপজেলার মেরং লোয়ায় পারিবারিক শ্মশানে
অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তার এই প্রয়ানে শোক জানিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর প্রশাসনিক কর্মকর্তা, আলহাজ মোহাম্মদ ইউনুছ, প্রদীপ কুমার চৌধুরী, ত্রিদিব কুমার দত্ত, সহ. প্রশাসনিক কর্মকর্তা মো: আবদুল মন্নান, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), চট্টগ্রাম জেলার সভাপতি এস. এম আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর জেলা নাজির মো: জামাল উদ্দিন,সাবেক সভপাতি উদয়ন কুমার বড়ুয়া এবং সিনিয়র সহসভাপতি স্বপন কুমার দাশ,কেসিদে ইনস্টিটিউট অফির্সাস ক্লাব, চট্টগ্রাম  এর সভাপতি মো: নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক  সবদের হোসেন । গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ, চট্টগ্রামের সভাপতি ও কেসিদে ইনস্টিটিউট অফির্সাস ক্লাব, চট্টগ্রাম এর যুগ্ম সম্পাদক প্রাবন্ধিক ও সংগঠক নুরুল মুহাম্মদ কাদের, এবং জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামে কর্মরত স্বদেশ শর্মার সহকর্মীবৃন্দ। তারা শ্রীমতি অনিমা রানী শর্মার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং স্রষ্টার কাছে তিনি যেন স্বর্গবাসী হন এই প্রার্থনা করেন।

শেয়ার করুন