শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

নগরীতে স্বর্ণ ব্যবসায়ীদের অভিষেক অনুষ্ঠান 

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগ।।  
নগরীর কেসিদে রোড এলাকায় পরিমল বিনোদিনী গোল্ড মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান ৭ ই জুন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি শ্রী মৃনাল কান্তি ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের মহানগর পিপি আব্দুর রশিদ ও স্থানীয় কাউন্সিলর জহর লাল হাজারী ও কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা রুবেল হাওলাদার।আভিজাত্যের শীর্ষে স্লোগানে আত্মপ্রত্যয়ী উদ্যমী সৎ সাহসী ব্যবসায়ীগনের সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক ও যুগোপযোগী স্বর্ণালঙ্কার প্রস্তুত ও স্বর্ণ সরবরাহ বিদেশে রপ্তানিযোগ্য ব্যবসা-বাণিজ্য করার লক্ষ্যে নিজেদের ব্যবসা বাণিজ্যের উন্নতি দেশের সকল প্রান্তের ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের কল্যাণে মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে সংগঠনের যাত্রা বলে জানান নবনির্বাচিত পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার উপদেষ্টা মো আজিজ উল্লাহ ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দোলন কান্তি ধর,সহ-সভাপতি কর্ণধর, যুগ্মসাধারণ সম্পাদক সুশীল ধর, সহ-সাধারণ সম্পাদক শুকদেব ধর,অর্থ সম্পাদক চন্দন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক বিমল ধর, পরিমল বিনোদিনী শিল্পী বন্ধন সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী সদস্য শিবু কর্মকার ও বিষ্ণু ধর প্রমূখ।
সংগঠনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ হলেন সভাপতি শ্রী মৃণাল কান্তি ধর, সিনিয়র সহ-সভাপতি দোলন কান্তি ধর, সহ-সভাপতি দীপক বণিক ও কর্ণ কান্তি ধর,সাধারণ সম্পাদক কৃষ্ণ বণিক,যুগ্মসাধারণ সম্পাদক,সহ-সাধারণ সম্পাদক সুখদেব ধর,অর্থ সম্পাদক চন্দন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজল ধর,সহ-সাংগঠনিক সম্পাদক তাপস দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর ধর,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি ধর,আইন বিষয়ক সম্পাদক বিমল ধর,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পলাশ কর্মকার, দপ্তর সম্পাদক শিশির সূত্রধর,সদস্য বিষ্ণু ধর, শিবু কর্মকার, রামকৃষ্ণ রায়, বিধান ধর,দয়াল কর্মকার ও শুভ্র কর্মকার।
এসময় মার্কেটের ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
শেয়ার করুন