রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম

 

মুহাম্মদ মহিউদ্দিন।।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২৪ তম সভাপতি হিসেবে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এম আলম গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম। এছাড়া নতুন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমিন হেলালী। তিনি এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদেও সহ-সভাপতি ছিলেন। ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআইয়ের নেতৃত্ব দেবে নতুন কমিটি।
বুধবার (২ আগস্ট) মতিঝিলে এফবিসিসিআই ভবনে সংগঠনের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।এফবিসিসিআইয়ের সেমিনার হলে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।

চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি হলেন– সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির খায়রুল হুদা, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের যশোদা জীবন দেবনাথ। অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহ-সভাপতি হয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি শমী কায়সার, মেইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি রাশেদুল হোসেন চৌধুরী ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি মো. মুনির হোসেন।
এসময় নবনির্বাচিত এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, নির্বাচিত নতুন নেতৃত্ব ব্যবসায়ীদের সমস্যা-সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি বলেন, ‘যেখানে সমস্যা, সেখানে সমাধান’– এটাই হবে আগামী নেতৃত্বের স্লোগান।
এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে ২০২৩-২৫ মেয়াদে সভাপতি পদের জন্য আগেই সরকারের শীর্ষ মহল থেকে সবুজ সংকেত পান মাহবুবুল আলম। তাঁর নেতৃত্বাধীন প্যানেল ব্যবসায়ী ঐক্য পরিষদ। তবে গত ৩১ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫ জন পরিচালক পদে বিজয়ী হয়েছেন। এছাড়া ব্যবসায়ী ঐক্য পরিষদের আট জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
এফবিসিসিআইয়ের সদ্য নির্বাচিত হওয়া সভাপতি মাহবুবুল আলম বর্তমানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির পদে দায়িত্ব পালন করছেন। টানা পাঁচবার তিনি বিনা ভোটে চট্টগ্রাম চেম্বারের সভাপতি হয়েছেন। ২০১৩ সালে প্রথম সংগঠনটির সভাপতির দায়িত্ব নেন খাতুনগঞ্জের এ ব্যবসায়ী।

আরও পড়ুন  ৩৮ নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে যুবলীগ নেতা রোটারিয়ান এম এ হালিমকে উষ্ণ সংবর্ধনা

শেয়ার করুন