শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রাম চেম্বারের তরুণ সভাপতি ওমর হাজ্জাজ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

মুহাম্মদ মহিউদ্দিন,চট্টগ্রাম মহানগর ।।

এক দশক পর বিনা ভোটে দেশের অন্যতম পুরনো ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর হাজ্জাজ।
৩১ বছর বয়সী ওমর হাজ্জাজ রিলায়েন্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফের ছেলে। এর আগে তিনি ২০১৯-২১ মেয়াদে সিনিয়র সহ সভাপতি এবং ২০১৭-১৯ মেয়াদে পরিচালক নির্বাচিত হন। এবার এলেন শীর্ষ পদে।২০২৩-২০২৫ মেয়াদে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।
তরুণ এ ব্যবসায়ী নেতা মালয়েশিয়া সানওয়ে ইউনিভার্সিটি থেকে কমিউনিকেশন্স অ্যান্ড ম্যাস মিডিয়া স্টাডিজ থেকে সম্মান ডিগ্রি অর্জন করেন। তিনি জিডি হার্বার সার্ভিস ও গ্লোব ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজিং পার্টনার, রিলায়েন্স অ্যাসেটস অ্যান্ড ডেভেলপমেন্টস (বিডি) লি., রিলায়েন্স শিপইয়ার্ড লি. এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডের পরিচালক।
উল্লেখ চট্টগ্রাম চেম্বারর সর্বকনিষ্ঠ হিসাবে প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন মরহুম আখতারুজ্জামান চৌধুরীর সন্তান বর্তমান ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে আগ্রাবাদ
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি ও রাইসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের মেয়ে
রাইসা মাহবুব সহ-সভাপতি পদে নির্বাচিত হন।
চেম্বারের পরিচালকমণ্ডলী নির্বাচনের লক্ষ্যে ১৫ জুন তফসিল ঘোষণা হয়। সে হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর চেম্বার পরিচালক পর্ষদ নির্বাচনের সময় নির্ধারিত ছিল। কিন্তু মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৬ আগস্ট বিকেল ৩ টায় অর্ডিনারি ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে ১২জন প্রার্থী, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৬টির বিপরীতে ৬জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন এবং ট্রেড গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
এগুলো যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক বৈধ বলে গৃহীত হয়। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এতে করে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্সর সভার মাধ্যমে এই প্রেসিডিয়াম নির্বাচন সম্পন্ন হয়।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন, প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, সিলভার সিন্ডিকেটের স্বত্বাধিকারী এ. কে. এম. আক্তার হোসেন, এ. এস. শিপিং লাইন্সের স্বত্বাধিকারী অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জে.এন. শিপিং লাইন্সের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), আর.এস.বি. ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, নাহার পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান (টুটুল), হোসেন ফিশারিজের স্বত্বাধিকারী মাহফুজুল হক শাহ, গোল্ডেন কন্টেইনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেনাজির চৌধুরী (নিশান), আর.এম. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলমগীর পারভেজ, পাওয়ার বাংলা কর্পোরেশনের স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, সিপিডিএল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ফোর এইচ এ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল, মডার্ন হ্যাচারী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী,চয়েস মোটরস এর স্বত্বাধিকারী মাহবুবুল হক, পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার পারভেজ, আজাদ সিন্ডিকেটের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম আজাদ, এফ. এ. ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আদনানুল ইসলাম, এম. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মনির উদ্দিন, সেরি মেচান ট্রাভেলের স্বত্বাধিকারী আখতার উদ্দিন মাহমুদ, অর্কিড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ও স্পেকট্রাম সলিউশন্সের স্বত্বাধিকারী ওমর মুক্তাদির।

 

শেয়ার করুন