মুহাম্মদ মহিউদ্দিন,চট্টগ্রাম মহানগর।।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে আগ্রাবাদ
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চট্টগ্রাম চেম্বারের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ।
এর আগে ৬ আগস্ট বিকেল ৩ টায় অর্ডিনারি ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে ১২জন প্রার্থী, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৬টির বিপরীতে ৬জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন এবং ট্রেড গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।এগুলো যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক বৈধ বলে গৃহীত হয়। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তালিকায় আজাদ সিন্ডিকেটের স্বত্বাধিকারী হিসেবে মো. রেজাউল করিম আজাদ ২০২৩-২০২৫ মেয়াদে জন্য পরিচালক হিসেবে নির্বাচিত হন।
মোঃ রেজাউল করিম আজাদ ১৯৬৭ সালের ১৭ সেপ্টেম্বর রাউজানের নদিমপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম ইউনুস মিয়ার সুযোগ্য সন্তান।পিতার আদর্শে আদর্শিত হয়ে সেবার ব্রত নিয়ে সুদীর্ঘকালীন বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে মানবতার সেবায় সম্পৃক্ত রেখেই তিনি বর্তমানে চিকিৎসার বাতিঘর খ্যাত আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের একজন সফল জেনারেল সেক্রেটারি হিসাবের দায়িত্ব পালন করছেন ।তার পরিচালনা পর্ষদের হাত ধরে বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মানের কার্ডিওলজি ইউনিট ও নিউরোসার্জারি বিভাগ স্থাপন সহ এতদঞ্চলে বেসরকারি ক্ষেত্রে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট, ক্যান্সারের চিকিৎসায় একটি বিশেষায়িত হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট গড়ে তোলার জন্য নির্মাণাধীন ভবনের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে।নবনির্মিত ভবনে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত রোগীর স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে বহুমুখী উদ্যোগের স্বপ্নদ্রষ্টা হিসাবে কাজ করছেন তিনি।