বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আর্ত মানবতার সেবায় র‍্যাংস ই-মার্ট

মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর।। 
বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে গত ১৩ই অগাস্ট ২০২৩ ইং তারিখে  র‍্যাংকন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান র‍্যাংগস ই-মার্ট এর পক্ষ্য থেকে  চট্রগ্রামে ভারী বর্ষণের প্লাবিত হালিশহরস্থ সুন্দরীপাড়া ও চৌধুরী পাড়ার অসহয়ায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়। উক্ত ত্রান বিতরণ কর্মসুচীতে উপস্থিত ছিলেন র‍্যাংগস ই-মার্ট এর চট্টগ্রাম এবং কুমিল্লা ডিবিশনের রিজিওনাল হেড জনাব মোঃ মহসিন উদ্দিন চৌধুরী, র‍্যাংগস ই-মার্ট জিইসি ব্রাঞ্চের ম্যানেজার জনাব মোঃ হামিদ হোসেন  আজাদ, র‍্যাংগস ই-মার্ট হালিশহর ব্রাঞ্চের ম্যানেজার জনাব মোঃ মামুনুর রশিদ, র‍্যাংগস ই-মার্ট নিউ মার্কেট এর ব্রাঞ্চ ইনচার্জ মোঃ  কাউসার হামিদ , র‍্যাংগস ই-মার্ট হালিশহর ব্রাঞ্চের এক্সিকিউটিভ জনাব আরাফাত নাহিদ এবং জনাব সাজিদুল হক। এই ক্ষুদ্র প্রচেষ্টায় যারা সার্বিক সহযোগিতা করেছেন সবার জন্যে রইলো শ্রদ্ধা এবং ভালোবাসা।
আরও পড়ুন  স্বাধীনতা দিবস উপলক্ষে " ওয়াসিমের" নেতৃত্বে বঙ্গবন্ধু ভাস্কর্য বজ্রকন্ঠে মোমবাতি প্রজ্জ্বলন
শেয়ার করুন