শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

করোনায় একদিনে এযাবৎকালের সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৫৩ জন মারা গেছেন। করোনায় এক দিনে দেশে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে মোট মারা গেছেন ১৫ হাজার ৬৫ জন। গতকাল ১৩৪ জন ও গত পরশু ১৩২ জন মারা গিয়েছিলেন।

গত বৃহস্পতিবার করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছিল।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনের।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষা করে আরও ৮ হাজার ৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। এর আগে, গতকাল শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৩৯ শতাংশ ও গত পরশু ছিল ২৮ দশমিক ২৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৫৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৪ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৪৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৭০ জন।

গত একদিনে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এর পর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। বরিশাল ও সিলেট বিভাগে এদিন সবচেয়ে কম যথাক্রমে তিন জন ও দুই জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন