বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ এসেছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির তরফে। কমিটি শুরুতেই কঠোর লকডাউন বা শাটডাউন ১৪ দিন বহাল রাখার পরামর্শ দিয়েছিল। কমিটির পরামর্শে গত ১লা জুলাই থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। ৭ জুলাই বুধবার মধ্যরাতে তা শেষ হওয়ার কথা। করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, ১৪ দিনের শাটডাউনের পরামর্শ দেয়া হয়েছিল। সাত দিনের লকডাউন চলছে। এটা আরো সাত দিন বাড়ানো প্রয়োজন। কারণ সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ দিনের লকডাউন প্রয়োজন।

শেয়ার করুন