শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

ছোট্ট রাব্বির দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

মুহাম্মদ মেহেদী হাসান, ঢাকাঃ

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মত ১০ টাকায় টিকেট কেটে চোখের চিকিৎসা নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজ ১৫ জুলাই শনিবার হাসপাতাল ত্যাগ করার সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজন, চিকিৎসক, নার্স-কর্মচারীর সহ সকলের সঙ্গে কুশল বিনিময় করেন ও ছবি তুলেন। এসময় ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট রাব্বির দিকে চোখ পরে প্রধানমন্ত্রীর। তিনি এগিয়ে যান ,পরম মমতায় আদর করেন শিশুটিকে। মমতাময়ী প্রধানমন্ত্রী ছোট্ট রাব্বির কাছে জানতে চান-কি করে সে? কার সঙ্গে হাসপাতালে এসেছে, কোন শ্রেণীতে পড়ে। ১১ বছর বয়সে রাব্বি জানায়, সে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ক্যান্টিনের কাজ করে। তার বাবা মারা গেছে। মা রাবেয়া বেগম সুতার কারখানায় কাজ করতো। এখন চাঁদপুরের রাম দাসদি আশ্রয়নের ৮/৩ নং ঘরে থাকে। রাব্বির সৎ বাবা জাহাঙ্গীর আলম দিন মজুর। ক্যান্টিনে কাজ করার সময় ক্লাস টু পর্যন্ত লেখাপড়া করেছেন রাব্বি। ছোট্ট শিশুটি প্রধানমন্ত্রীকে বলে, আমি চাঁদপুরের মায়ের কাছে যেতে চাই। আমি আবার পড়াশোনা করতে চাই। শিশুটির কথা শুনে মমতাময়ী প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হন শিশুটির কথা শুনে। তিনি রাব্বির দায়িত্ব নেন। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন