শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

প্রখ্যাত গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার এম এ তাহের খান আর নেই। 

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর :
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট ও মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কিংবদন্তি গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার এম এ তাহের খান নগরীর এভারকেয়ার হাসপাতালে রবিবার ১৬ জুলাই সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।
আজ বাদে আসর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর এমইএস কলেজ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিবার পক্ষ থেকে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন,হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোঃ মোরশেদ হোসেন,জেনারেল সেক্রেটারি আলহাজ্ব  মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী,ডাক্তার পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডাক্তার কামরুল নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) সৈয়দ আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুবউদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি এডভোকেট আহসান উল্লাহ, সদস্য খায়েজ আহমেদ ভূঁইয়া, মোহাম্মদ আলমগীর পারভেজ, ডাক্তার কামরুন নেছা রুনা, ইঞ্জিনিয়ার রশিদ আহমদ, হারুন ইউসুফ, সৈয়দ ছগির আহমেদ, এএসএম জাফর,হাসপাতালের পরিচালক ডাক্তার নুরুল হক,মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম মোস্তাক আহমেদ, উপ অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অসীমকুমার বড়ুয়া,হাসপাতালের আজীবন ডোনার সদস্য ও citynewstv24.com ভাইস চেয়ারম্যান লায়ন আলহাজ্ব শাহজাহান শরীফ, উপ-পরিচালক মোশাররফ হোসেন,হাসপাতালের উপ-পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম, হাসপাতাল ও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
প্রফেসর ডাক্তার এম এ তাহের খান চট্টগ্রাম  মেডিকেল কলেজের গাইনী এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরপর ১৯৯৯ সাল থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের সাথে চিকিৎসা সেবায় নিয়োজিত থেকেই মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘ ৫ বছর বিনা বেতনে পাঠদান করিয়েছিলেন। হাসপাতালের কার্যকরী পরিষদের সদস্য,ভাইস প্রেসিডেন্ট সর্বশেষ আমৃত্য কালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার পাশাপাশি চট্টগ্রামে একজন প্রখ্যাত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে সেবা প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অসামান্য অবদান রেখেছেন।
মৃত্যুকালে দুটি কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে পরপারে পাড়ি জমালেন প্রফেসর ডাক্তার এম এ তাহের খান।

 

শেয়ার করুন